দারুচিনি দ্বীপ -মাই ফেয়ার চৌধুরী ♥♥♥♥♥♥ যদি ভালোবাসার বাড়িয়ে দেওয়া হাত অপেক্ষা করো, অনুরাগের অনুভূতি সবুজ পাতা সজীবতা হারাবে। হৃদ মালঞ্চের তাজা ফুল কোমলতা বিবর্ণ রূপ নিবে, হৃদ ক্রিয়ার স্পন্দনে শোকের ঝর্ণাধারা ক্রন্দন ধ্বনিত হবে। ঝরাপাতার নীরব কান্নায় বেদনার সুর উঠবে, যদি ফিরে না তাকাও,ভাবনারা আশাহত হবে। কবিতা গুলো ছন্দ হারাবে,আবৃত্তি পতন হবে, কলমের তুলিতে […]