জ্ঞানের আলো -মোহাম্মদ শাহজামান শুভ ⇔⇔⇔⇔⇔⇔⇔ জ্ঞানহীন মানব যদি, পশুর সমান, বোঝে না কিছু, হিতাহিতের জ্ঞান না থাকে, নেই বিবেকের মধুর রুচি। মানুষ সেরা সৃষ্টির মাঝে, বুদ্ধি-বিবেক তার যে তাজ, জ্ঞান-চর্চায় গড়ে ওঠে, শুদ্ধ হৃদয়, সত্যি সমাজ। জন্ম থেকে কেউ না পায়, সব জ্ঞানের গভীর ধারা, শিখতে হয়, জানতে হয়, তবেই মেলে গৌরব সারা। অন্ধকারে […]