কবিতার পাতা ডট কম November 14, 2025

মেঠোপথ -মোহাম্মদ ছোলেমান ভূঁইয়া ≈≈≈≈≈≈≈≈≈ মেঠোপথে আর যায় না তো শোনা বাউলের একতারার সুর, রাখাল তো এখন বাজায় না বাঁশি বটতলায় নির্জন দুপুর। রাধা রমনের শ্যাম কালা তো আর এখন নেই বৃন্দাবনে, লীলা আর করে না রাধা এখন শ্যামল কালিয়ার সনে। নির্জন যমুনার ঘাট, জলকে বধূ যায় না তো রাধা যে আর, এখন শ্যাম কালিয়া […]

কবিতার পাতা ডট কম November 14, 2025

প্রথম পাঠশালা -উদয় পদ বর্মন ∼∼∼∼∼∼∼∼∼∼∼ জীবনের সেই প্রথম পাঠশালা এখনো নীরবে পাঠ নিয়ে চলেছি যার নেই কোনো বিকল্প। এ পাঠশালা নবচেতনার উন্মেষ এ হলো একেবারে অবৈতনিক তাইতো সব শিক্ষায় গোগ্রাসে গিলি। এ শুধু পুঁথিগত বিদ্যার্জন নয় এখানে সামাজিক,চারিত্রিক গঠন সবই যেন একদম ফ্রি। এ পাঠশালায় নেই কোনো প্রতিযোগিতা শুধু আছে স্নেহ-ভালোবাসা আর সকলের ঐকান্তিক […]

কবিতার পাতা ডট কম November 13, 2025

সবাই রাজাধিরাজ -অরুণ কুমার মহাপাত্র ∞∞∞∞∞∞∞∞ কি হবে খুঁজে ধ্রুপদী শিল্পের ফোটা ফুলের ঘ্রাণ… আজ তো সবকিছুই ম্লান… আমরা হারিয়েছি আমাদের পিছুটান… আমাদের কল্পছটায় যা ছিল এতদিন সঙ্গোপনে , সে স্বপ্ন আজ হেঁটে চলে সহস্র যোজন… । আমাদের পলল জমিনে আজ নিষিক্ত আগুন । হারিয়ে যাচ্ছে পদাবলী , গল্পকথা আর আছে যত আখ্যান… আমাদের নেই […]

কবিতার পাতা ডট কম November 13, 2025

বাঁশবাগান -সিরাজুল ইসলাম মোল্লা ≈≈≈≈≈≈≈≈≈ বাড়ির পাশের পুকুরপাড়ে বাঁশবাগানে, দুরন্ত মার্বেল খেলোয়াড়ী হার না মানে। ডাহুক ডাকে হুতুমপেঁচা ডাকে ডেরাতে, একটু একটু ভয় লাগে আঁধারের সাথে। শৈশব হতে কৈশোর কত স্মৃতি গড়িয়ে, আছে আজও ছোট্ট বাঁশঝাড় জড়িয়ে। বাঁশঝাড় হৃদ নাড়িয়ে আকাশ ছাড়িয়ে, একপায়ে দাঁড়িয়ে যায় কুর্নিশ জানিয়ে। পুকুরে স্বচ্ছজল করে থর থর দ্বিপ্রহরে, রাতে বাঁশবাগান […]

কবিতার পাতা ডট কম November 13, 2025

আউলা মনে বাউলা বাতাস -মোহাম্মদ দেলোয়ার হোসেন মাস্টার ∼∼∼∼∼∼∼∼∼ আউলা মনে বাউলা বাতাস যখন মনে বয়, দিক বিদিক থাকে না’ কো হুঁশ কখন যে কি কয়। হৃদয়ে দোলে সুরের মূর্চ্ছনা সুরেলা তাল লয়, সবকিছুই লাগে খুব ভালো জ্বলে মনে বলয়। সবার কাছে মন ছুটে যায় পেতে চায় আশ্রয়, এলোপাতাড়ি ছুটাছুটি করে লোকে পাগল কয়। পাগল […]

কবিতার পাতা ডট কম November 13, 2025

কৌশল্যা ন্যায়ের জননী -ড. মনোরঞ্জন দাস ≈≈≈≈≈≈≈≈≈≈ অযোধ্যার আকাশে নিঃশব্দ জ্যোতি, কৌশল্যার চোখে মমতার প্রভাতী। রামের বনবাস, হৃদয়ে ক্ষয়, তবু ন্যায়ের আগুনে দৃপ্ত সেই জয়। রাজসভা নীরব, বেদনার স্রোত, তবু মায়ের বুকে অটল ন্যায়ের মত। কৈকেয়ীর ছলে রাজ সংসার ভাঙে, তবু কৌশল্যা ধৈর্যে আলোর গাঁথে। দুঃখের প্রদীপে দীপ্ত সেই মন, ভালোবাসায় গড়ে ন্যায়ের জীবন। রাম […]

কবিতার পাতা ডট কম November 12, 2025

কথা আজ ভুলিয়াছে নিজস্বতা -পীতবাস মণ্ডল ∞∞∞∞∞∞∞ কথা ছিল— মানুষের বেশে মানুষ হয়ে জীবন রচিব নিষ্ঠায় , কথা শুধু কথাই রহিয়া গেল ! মানুষ হওয়া হইল না মোহ মায়ায় । কথা ছিল— লভিয়া জনম মানুষ নামের রাখিব যোগ্য সম্মান , কথা রাখা হইল কই আর ! অহংবোধে হারাইলাম জাতির মান । কথা ছিল— হইবে না […]

কবিতার পাতা ডট কম November 12, 2025

ফ্রয়েডের চশমায় -কৃষ্ণনীল ≈≈≈≈≈≈≈≈≈≈ ঘরের কোণে পড়ে আছে একজোড়া শূন্য চশমা— তার কাঁচে ঘুম জমে আছে, পুরোনো নিঃশ্বাসের মতো। আলোয় দাঁড়িয়ে থাকা ছায়াগুলো এখনো খোঁজে অজানা কোনো দিকচিহ্ন, যেন ঘড়ির কাঁটা ভুলে গেছে কোন দিকেই বা সময় এগোয়। একটি পেন্সিল, দুটি নদী, তিনটি অন্ধকার— সব মিলেমিশে তৈরি করে এক অদ্ভুত শরীর, যেখানে মেঘ জমে, ধোঁয়া […]

কবিতার পাতা ডট কম November 12, 2025

বিচ্ছেদের ঘ্রাণ -মুহাম্মদ আমিনুল ইসলাম (অক্ষর পথিক) ∞∞∞∞∞∞∞ নীরব ক্ষুধা ঘরে ঘরে জেগে ওঠে, স্বপ্ন দমন, ইচ্ছা লজ্জিত। ঘরে বোঝাপড়া নেই, অবহেলা শূন্যতায় জন্ম দেয় অপরের প্রতিচ্ছবি, হৃদয় ভেসে চলে অন্য কোথাও। এক ফোঁটা সহমর্মিতা রুধীতে পারে বিপথের পদচারণা, কিন্তু ঘরে অগ্নি নিভে গেলে নয়ন খোঁজে অন্য আলো, শুধুই বাসনা বহ্নি নেভানোর তৃষ্ণায়। ∞∞∞∞∞∞∞ সাহিত্যিক […]

কবিতার পাতা ডট কম November 12, 2025

বিচিত্র সুন্দরবন -অশোক কুমার পাইক ≈≈≈≈≈≈≈≈≈≈ সুন্দরবনের সুন্দরী গাছ চক্ষু জুড়ায় দেখে কী অপরূপ পাতার বাহার কান্ড সব বেঁকে, সুন্দরবনের সৃষ্টি হলো কোন মহিমার দ্বারা আবিষ্কারের নানান পুঁথি লিখল ভেবে কারা ? ‘রয়েল বেঙ্গল টাইগার’ খ্যাত ত্রস্ত সুন্দরবন তার ভয়েতে হরিণ, শূকর সজাগ সারাক্ষণ, তারই ফাঁকে লোলুপ দৃষ্টি হিংস্র বাঘের হানা জীবজন্তু, মানুষ দেখলে শিকারে […]

Popup Builder Wordpress