কৌশল্যা ন্যায়ের জননী -ড. মনোরঞ্জন দাস ≈≈≈≈≈≈≈≈≈≈ অযোধ্যার আকাশে নিঃশব্দ জ্যোতি, কৌশল্যার চোখে মমতার প্রভাতী। রামের বনবাস, হৃদয়ে ক্ষয়, তবু ন্যায়ের আগুনে দৃপ্ত সেই জয়। রাজসভা নীরব, বেদনার স্রোত, তবু মায়ের বুকে অটল ন্যায়ের মত। কৈকেয়ীর ছলে রাজ সংসার ভাঙে, তবু কৌশল্যা ধৈর্যে আলোর গাঁথে। দুঃখের প্রদীপে দীপ্ত সেই মন, ভালোবাসায় গড়ে ন্যায়ের জীবন। রাম […]