আমি গুনাগার -জি কে শাফায়াত আলী ∼∼∼∼∼∼∼∼∼∼ তুলে দুই হাত,করি মুনাজাত। প্রভু তুমি দাও হে পানা,কান্দি জারেজার। ও আল্লাহ আমি গুনাগার… আমি মুসাফির,হয়ে নতশির। দমে দমে তোমারি নাম,জপি বারবার। ও আল্লাহ আমি গুনাগার… তোমায় স্বরণে,বসিয়াছি ধ্যানে। অকুলে ছাড়লাম তরী,ভিড়াও কিনার। ও আল্লাহ আমি গুনাগার… আমারি দুর্দিনে,কে আছে ত্রি-ভুবনে। তুমি ছাড়া হাত মাগি না,আমি কারো ধার। […]