ঝড় বৃষ্টি -জি কে শাফায়াত আলী ∞∞∞∞∞∞∞∞∞∞∞ দক্ষিণ আকাশ সেজেছে আজ,ঘন কালো মেঘে। সূর্যি মামা মান করেছে,লুকিয়ে গেল রেগে। ঘুমিয়ে ছিল বৃক্ষ গুলো,এরাও গেল জেগে। সব যাতনা ত্যাগ করিবে,জানিয়ে দিল আগে। ময়ূরপঙ্খী মেলায় পাখনা,মেঘের গর্জনে। কবি তখন লিখেন ছন্দ,গভীর আনমনে। বিদ্যুৎ যখন ঝিলিক দেয়,দেখি আকাশ পানে। তখন জানি কেমন করে,আতঙ্ক লাগে মনে। হঠাৎ করে উত্তাল […]