বহুরূপী বৈশাখ -জি কে শাফায়াত আলী ≈≈≈≈≈≈≈≈≈≈≈ বৈশাখ তুমি এক বহুরূপী, যেন নকশি কাঁথার ভাঁজ। এক একরকম দৃশ্যপট, তোমার কতো রংঙের সাজ।। নতুন পাতায় অঙ্কুরিত, প্রতিটি লতা ও বৃক্ষ। গাঢ় সবুজে করেছ ভরপুর, বাংলা মায়ের বক্ষ।। বর্ষ বিদায় জানায় কোকিল, সুরেলা তাঁর গানে। তপ্ত দুপুরে নাচে দোয়েল, তুমি বৈশাখ আগমনে।। বৈশাখ তুমি নতুন দিনের, বাংলার […]