এই বসন্তেই এসেছিল স্বাধীনতা -তনুশ্রী বসু (পাত্র) ≅≅≅≅≅≅≅≅≅≅≅ এই বসন্তেই এসেছিল স্বাধীনতা, আগুন রঙা পলাশ, বলেছিল মৃদুস্বরে, আসবে এক সকাল, জীবনানন্দের প্রকৃতির রূপের তরে, শিমুল বলেছিল, আমিও সঙ্গে আছি আত্মনির্ভরে, হাসছে কৃষ্ণচূড়া, আপন মনে নিশব্দে, অগোচরে, কত গল্প, কত রক্তক্ষরণ, প্রাণহানি, আছে গল্পগাথা, এই বসন্তেই এসেছিল স্বাধীনতা। এই বসন্তেই এসেছিল স্বাধীনতা, পলাশেরা ঝরে পড়েছিল, সবুজ […]