প্রেরণার সাথী -মীর সেকান্দার আলী ≈≈≈≈≈≈≈≈≈≈ আমি ঘুমিয়ে ছিলাম অঘোরে, মৃতপ্রায়, উদাস আত্মা, উদাসিত পথে পথ খোঁজে। চলতে চলতে ঝড়ো হাওয়া, তোরে তোরা দেয়, নিয়ে চলে বালুচরে। দেখি, আমি একা নই, বসে আছে সেথা কবিতার পাতা, ছায়া দেয়, জল ঢালে, ক্ষুধার রসদ দেয় আমায়। বেড়ে উঠি, হাটি হাটি পথ চলি, আত্মা ফিরে আসে, মানুষ হয়ে […]