অভিযাত্রী একুশ -মীর সেকান্দার আলী খোকা ∞∞∞∞∞∞∞∞∞ আকাশের নীলে, সাগরের নীল জলরাশি ছুঁয়ে পৌঁছে গেছে অভিযাত্রী একুশ, বারমুডা-মারিয়ানা ট্রেঞ্জের গভীরে ভাষা তত্ত্বগত তথ্য জানতে। সে এক বিরল জগত! সাগরের গভীরে প্রতাপ প্রাণী-অতিকায় ক্ষুদ্র,নিজ ভাষাতে লিখে উপন্যাস। নাসা শুনেছে মঙ্গল গ্রহে, মঙ্গল গ্রহের ওপারে একত্রে কন্ঠের সমাগম। নিশ্চিত আমি,আমার সে ভাষা, একুশের অবদান। তিমি, নীলতিমি কথা […]