আষাঢ় -কাজী সেলিনা মমতাজ শেলী ⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔ আষাঢ় লিখেছে শ্রাবণের শিয়রে দীপ ছিল না সেদিন, যদিও প্রভাত এলো, তবু প্রকৃতি হয়নি তখনো রঙিন। নির্ঝর নীর থাকে নিজের মতো,শোনে না আষাঢ়ের গল্প, ওই নীলিমার নীল অনুপম আকাশ যেন শুধু মহাশিল্প। কুসুম কামিনী যেন ভালোবাসে, ওই মিষ্টি ভোরের ঊষা , ওই মানব সুন্দর যার আচরণ সুন্দর,সুন্দর মুখের ভাষা। […]