যদি
-শুভেন্দু গাঙ্গুলী
♦♦♦♦♦♦♦
দুচোখ আমার যেদিকে চায়
বাঁধন ছিঁড়ে পালাতে চাই,
ভালো লাগেনা কোলাহল আর
একাকীত্বে হারাবো তাই।
সঙ্গী হবে ফাঁকা রাস্তা
দুপাশেতে গাছের সারি,
দেখতে চাই আমিও একবার
কতোটা একা থাকতে পারি ?
একঘেয়েমি ভালো লাগেনা
রোজ সকালে ব্যস্ত জীবন,
বিকেল হলেই মাঠে বসা
বন্ধুদের সাথে পূণর্মিলন!
রাত হলেই সেই খাঁচায় ঢুকে
খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়া,
একইরকম স্বপ্ন নিয়ে
চলছে শুধু কাটাছেঁড়া।
পাখনা যদি থাকতো আমার
উড়ে যেতাম মেঘের দেশে,
স্বাধীন ভাবে ঘুরতাম আমি
নিজের মতো অঙ্ক কষে।
একটা দিনও পেতাম যদি
নিজের জন্য বাঁচার মতো,
দু’হাত ভরে লুটে নিতাম
আমার মনের ইচ্ছে যতো।
এই আশাতেই দিন গুনে যাই
জানিনা কবে আসবে সেদিন,
তেপান্তরের মাঠ পেরোবো
নিয়ে দুচোখে স্বপ্ন রঙীন।
♦♦♦♦♦♦♦
কবি পরিচিতি-
আমি শুভেন্দু গাঙ্গুলী। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বাসিন্দা। সাহিত্য ভালোবেসে লেখালেখির জগতে আসা।বই পড়া ও লেখালেখি একপ্রকার নেশা আমার।