অসমাপ্ত ভালোবাসার সেতু বন্ধন
– প্রীতি কণা বিশ্বাস
♥♥♥♥♥♥♥♥
তুমি দাঁড়িয়ে আছো হৃদয় সীমান্তে…
আর আমি জীবন ষ্টেশনে…
তুমি আজ হৃদয়ের মহাজন,
হৃদয় বিকিকিনি করো,
আর আমি জীবন যুদ্ধের অতন্দ্র প্রহরী,
আমি সভ্যতার সংস্কার করি,,
আর বাস্তবতাকে ভেঙ্গে ভেঙ্গে সাজাই!
আমাদের দু’জনার মাঝখানে বয়ে গেছে নদী,
তার উপর দিয়ে বাঁধা হয়েছে
ভালোবাসার সেতু।
তুমি যেমন নদীর উপর হাত রেখে
কখনো নদীর গভীর তলদেশ ছুঁতে পারনি..তেমনি,
আমিও তোমার হৃদয়ের উপর হাত রেখে তোমার ভালোবাসার গভীরতা অনু্ভব করতে পারিনি….!
সময়ের সাথে পাল্লা দিয়ে জীবনের পাল তোলা নৌকা যেমন নদীতে বয়ে গেছে….
তেমনি আমাদের হৃদয়েরও বয়স বেড়ে গেছে,
হারিয়ে গেছে সবটুকু সৌন্দর্য্য!
আজ তোমার আমার ভালোবাসা গাংচিল হয়ে উড়ে গেছে বেদনার নীল আকাশে!
তোমার আমার অসমাপ্ত ভালোবাসার সেতু
এখন সমাধি হয়ে থাকে
কষ্টের রঙ লাগিয়ে…!
আজ বিরহ চোখের জলে ধুঁয়ে
গেছে স্মৃতির উপর জমাট পড়া সব ধূলো।
যদি কোনদিন শেষ হয় তোমার
জমে থাকা সৃষ্ট ভূলগুলো,
সেইদিন আমিও সেতু বেঁধে দিবো
মৃত্যু আর নিঃশ্বাসের সাথে!
আর সেই সেতুর উপর দিয়ে
আমরা দু’জন হেঁটে যাবো,
অজানা মৃত্যুর দেশে।
♥♥♥♥♥♥♥♥
কবি পরিচিতিঃ
কবি- প্রীতি কণা বিশ্বাস। আমি ০১/০৬/১৯৬৯ খ্রিঃ ভোলা জেলার পি,টি,আই রোডে বসবাসরত একটি হিন্দু সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করি। আমার পিতার নাম- স্বর্গীয় পরিতোশ চন্দ্র বিশ্বাস এবং মাতার নাম- স্বর্গীয় আরতী রানী বিশ্বাস। তবে সার্ভিসের সুবাদ আমার ছোটবেলা কাটে পিরোজপুর জেলায়। পিরোজপুর সরকারী কলেজে লেখাপড়া শেষ করে সার্ভিস লাইফে পদার্পণ করি। তারপর বৈবাহিক সূত্রে আবদ্ধ হই। আমার একটি মাত্র কন্যা সন্তান । বর্তমানে আমি সার্ভিস করছি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন পজীক, অভয়নগর, যশোর জেলায়। সার্ভিসের পাশাপাশি একটি বেসরকারী অন লাইন টি,ভি চ্যানেল -৭ বিডি.কম, খুলনা জেলার ক্রসপন্ডেন্ট এর দায়িত্ব পালন করছি। এছাড়াও বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত আছি। যেমন-বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএসএ এর প্রচার সম্পাদক, বাংলাদেশ কালচারাল সোসাইটি ও বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছি।ছোটবেলা থেকে গান খুব ভালোবাসি তাই সংগীতের জগতেও পদচারণা আছে। স্বনামধন্য ও খ্যাতিমান কয়েকজন গীতিকারের লেখা গান করে এ পর্যন্ত নিজের মৌলিক গানের সংখ্যা দাড়িয়েছে ১০ টি। বর্তমানে সপ্তর্ষি সংগীত বিদ্যালয়ে সংগীত চর্চা করছি।বাংলাদেশ ধ্রুব পরিষদের মাধ্যমে রবীন্দ্র সংগীত ও শাস্ত্রীয় সংগীতের উপর অধ্যায়ন করছি। ২০১৯ সাল থেকে সাহিত্য জগতের সাথেও ওতোপ্রোতো ভাবে জড়িত। সাহিত্যকে ভালোবেসে সাহিত্যের জন্য জীবনের অনেকটা সময় অতিবাহিত করেছি । বর্তমানে আমি ভাবণা প্রকাশ সাহিত্য ম্যাগাজিনের যুগ্ম- মহাসচিব পদে মনোনীত হয়েছি। ইতিমধ্যে ভাবণা প্রকাশ, কথামালা, সমাজবন্ধু নামক ম্যাগাজিনে আমার লেখা কবিতা প্রকাশিত হয়েছে। বর্তমানে জাতীয় কবি ও সাহিত্যিক পরিষদ ( জাকসাপ) বই প্রকাশনার মাধ্যমে “”” কবিতার ছায়াপথ””” নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে এবং উক্ত বইটি আমার প্রথম যৌথ কাব্যগ্রন্থ।