ঘৃনার শহর
– মিস্টি অধিকারী সুপ্রিয়া
⊗⊗⊗⊗⊗⊗⊗
আমি ঘৃণার শহর তৈরি করেছি,
আমার পৃথিবীতে।
আমি অবিশ্বাস্যের দিয়েছি পাঁচির,
যেন কেউ ভাঙতে না পারে।
আমি নিষিদ্ধ করেছি সেথা প্রেম ভালোবাসা,
যেনো কেউ প্রবেশ না করতে পারে।
আমি প্রবেশদ্বারে রেখেছি পাহারা
নিষ্ঠুরতার দল,হিংস্রতায় বলিষ্ঠ তারা
যেন কেউ তাদের টলতে না পারে,
কোন সুক্ষ অভিনয়ে।
আমি শহর গড়েছি তাদের নিয়ে
হৃদয় হীনার দল,এযে প্রেম সুধা হীন
আছে মরুভূমির উত্তাপ।
যেন কেউ তাদের জড়াতে না পারে
মিথ্যা মায়াজালে।
এসোনা এখানে অকারণে কেউ
পাবেনা ভালোবাসার কোন ঘর,
আছে নির্মমতার অট্টালিকা !
পাবে যন্ত্রণা আঘাত।
ভালোবাসা হীন শহর আমার
আছে নির্দয়াতার ঘর।
আমি এই ভালো আছি আমার শহরে
নেই তাতে কোন অভাব।
⊗⊗⊗⊗⊗⊗⊗
কবি পরিচিতি-
আমি মিস্টি অধিকারী সুপ্রিয়া। স্বামী চন্দ্রজীৎ অধিকারী দু মেয়ের জননী। বিরাটি স্থানীয় বাসিন্দা। কোলকাতা, বিরাটি, দক্ষিণ প্রতাপগড় উত্তর 24পরগনা।