মনের ক্ষত
– রনি মহাপাত্র
♠♠♠♠♠♠♠
জানিনা জীবন কোন দিকে যায়
একে বেঁকে,
জানি কিছু নাহি রেখে যাবো এই
পৃথিবীর বুকে।
এসেছিলাম একা, যেতে হবে একাই চলে,
সবকিছুর মায়ার বাঁধন ভুলে।
মাটিতেই জন্ম মাটিতেই হবে মোর ঘর ,
সবকিছু থাকবে পড়ে শুধু আমি হব পর।
তবে কেন শুধু মিছে ভালোবাসার মায়া,
জানি একদিন থাকবে না আমার কোন ছায়া।
জানিনা কি দিতে ও নীতে পেরেছি পৃথিবীর বুকে এসে।
তবে কি এ জীবন মলিন হবে শুধু মিছে ভালোবেসে।
কিসের আশায় তবে এই বাঁচা,সে কি সুখ,
নাকি এ আমার বড় মনের অসুখ।
যাবার বেলায় যদি করে থাকি কোনো ভুল,
জানিনা কি দিতে হয় তার মাশুল।
জানিনা আর কতদিন থাকবো তোমাদের পাশে,
সময়ের ঘড়ি থাকে না যে থেমে,
জানিনা যাওয়ার সময় যে কখন চলে আসে।
যদি অবলা কথা রয়ে যাই এই বুকে
সে আমার যন্ত্রণা
থাকবো আমি মরেও দুখে।
যদি নাহি পূর্ণ করিতে পারি ,তোমাদের কোন বাসনা,
করে দিও মোরে ক্ষমা ,
এই মোর প্রার্থনা।
যখন আমার প্রাণ থাকবে না এই ভুবনে,
তোমরা সেদিন যেও আমায় ভুলে,
তখন আমি থাকবো শুধু নুরি হয়ে
সমুদ্রের কোন এক কূলে।
♠♠♠♠♠♠♠
কবি পরিচিতি-
রনি মহাপাত্র গ্রাম বাবুয়া পোস্ট কোলাঘাট জেলা পূর্ব মেদিনীপুর কর্মসূত্রে বাসস্থান কলকাতা , পেশা ব্যবসা, নেশা সাহিত্য।