চিরসাথী
-বিনয় ভট্টাচার্য্য
♦♦♦♦♦♦♦♦
কবিতা আমায় কাঁদায় হাসায়
কবিতা আমার প্রাণ
কবিতার সাথে করি খুনসুটি
করি কত খেলা
করি কত অভিমান
কবিতা যখন যেখানেই থাকে
আমাকে খেয়াল রাখে
তার সাথে প্রথম হয়েছিল দেখা
গনগনে রোদে উচ্ছ্বল ঢেউ
যৌবন নদী বাঁকে।
কবিতা আমায় যায়নিকো ছেড়ে
এই গোধুলি বেলায়
দুঃখে শোকের সাগর বেলায়
বক্ষলগ্না হৃদয়লগ্না সে আজীবন সাথী
ওর কোলেতেই নেবো চিরবিশ্রাম
শান্তিশয্যা পাতি।
♦♦♦♦♦♦♦♦
কবি পরিচিতি# বিনয় ভট্টাচার্য্য
জন্ম পশ্চিম বর্ধমান জেলার কুলটী শিল্পশহরে ১৯৫১ সালে।কলিকাতা বিশ্ববিদ্যালয়ের রসায়নের স্নাতক।পোস্ট এনড টেলিগ্রাফ দপ্তরের অফিসে বছর তিনেক চাকরী করে ইসকো কারখানার রসায়নাগারে রসায়নবিদ হিসেবে প্রায় তিরিশ বছর চাকরী করে অবসর।শ্রমিকনেতা হিসেবে তার পরিচিতি রয়েছে। শৈশব কৈশোর থেকেই কবিতা আবৃত্তি ও কবিতা লেখায় ঝোঁক তার পন্ডিত পিতার অনুপ্রেরণায়। তার বহু কবিতা দেশে বিদেশে বিভিন্ন কাব্যসংলন ও ছোট পত্রিকায় ছাপার অক্ষরে বেরিয়েছে। আন্তর্জাতিক স্তরে Ardus Publications, Canada থেকে প্রকাশিত A Devine Madness: An Anthology of Modern Love Poetry এর প্রথম volume এ কবির তিনটি ভালোবাসার কবিতা স্থান পেয়েছে। ফেসবুকে তিনি জনপ্রিয় কবি। প্রায় প্রতিদিনই তিনি বিভিন্ন সাহিত্য প্রুপ থেকে প্রশংসা ও মানপত্র পেয়ে থাকেন। সাংস্কৃতিক ক্ষেত্রেও নাটক লেখা , অভিনয় ও পরিচালনায় তার কিছু অবদান আছে।