বিষন্ন নিরবতা

-এষা মল্লিক

♥♥♥♥♥♥♥

তুমি হীনা আমার শহর গড়েছে নিরবতা,

মৌনতা কথা বলছে তোমার বিষন্নতার চাদরে মুখ ঢেকে।

সম্পর্কের সুতো ছিঁড়ে হয়েছে শুকনো কাঠ গোলাপ,

মৃত‍্যু যন্ত্রণা আঁধারে ডুব দিয়ে চুপিসারে হাত বাড়ায়।

নিজ অস্তিত্ব আজ বিলীন তোমার ঘৃণাভরা আঁখিতে,

ঘুমের দেশে যাবার কালে পিছু ডাকে তোমার মায়াবী ধরা।

তোমার ভালো থাকার শহরে ভালো থেকো তুমি,

আমি নাইবা হলাম তোমার পথের সারথি।

আমার হৃদয়ের গহীনে জমেছে একরাশ শূন্যতার ঝুল,

হৃৎপিন্ড জুড়ে শুধুই আজ রক্তক্ষরণ।

কান্নার লীলাভূমি বৃষ্টি ভেজা শহরের আমন্ত্রণে,

নীল বেদনা নিষিদ্ধ করেছে আগ্নেয়গিরির যত মৃত্যুলাভা।

অবহেলা অপমানে নিঃশ্বাস প্রশ্বাস যম দুয়ারে হানা দেয়,

করুণ মৃত্যু আসে ভাঙাচোরা প্রেমের শূন্য হৃদয় জুড়ে।

প্রেম আজ বারুদের ছায়ে মিশে গেছে,

রাতের জোনাকি বোবা রাত্রি থমকে গেছে আমার উদাসী মনের কায়ায়।

মিছিমিছি দেখা স্বপ্নের লালরঙ আজ ফিকে হয়ে গেছে,

কষ্টের সীমান্ত জুড়ে বুক ফাঁটা হাহাকার।

তবু দাম পায়নি এ শূন্য হৃদয় তোমার প্রেমের শহরে,

তাই সে একলা কাঁদে আপন হৃদয় গহীনে।

♥♥♥♥♥♥♥

কবি পরিচিতি-

আমি আসরূপা মল্লিক।জন্ম ও বেড়ে ওঠা পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বড় আন্দুলিয়া গ্রাম। আমি বাংলায় স্নাতকোত্তর। আমার সাহিত্য জগতে আসা ২০২০ তে “আমি সাকবি নই” কবিতার মধ্য দিয়ে। তারপর থেকে পথ চলা শুরু। বর্তমানে বিভিন্ন পত্রিকায় যেমন-কাব‍্য কন্ঠ,মুখ এবংঅগ্ৰদূতে লেখালিখি করি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*