বোকার হাসি
– আবুল হাসমত আলী
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
আমি তোমাকে ভালোই চিনি,
তুমি যেন অনন্ত জ্ঞানী;
তোমার পোশাক-আশাক এমনই,
তুমি যেন খুব মানি ।
তোমার মুখের বাচনভঙ্গি,
অনেকে বলে মধুর অতি;
তোমার সম্বন্ধে আছে জনশ্রুতি,
বাজার হাটে তোমার অবাধ গতি।
তোমার যেকোন কথাতে,
এক শ্রেণীর লোকে কান পাতে;
কেবল ঘাড় নাড়ে সম্মতিতে,
তোমার সঙ্গে হাসিতে মাতে ।
সর্বত্র তোমার প্রবেশাধিকার,
সব বিষয়ে গভীর মন্তব্য তোমার;
তোমার শেষ নেই জ্ঞান-গরিমার,
তোমার ব্যাখ্যা চমৎকার ।
জ্ঞান-বিজ্ঞানের কোন কথায়,
তোমার প্রবেশ আলোচনায়;
পাল্টা যুক্তি দিতে লাগে না সময়,
যদিও হয় তোমার কাজে কামাই।
ভূগোলের জ্ঞানে তুমি পারদর্শী,
তুমি একজন বহুদর্শী;
তুমি আলোচনায় ভীষণ স্বদেশী,
দ্রব্য ব্যবহারের তুমি বিদেশী ।
ইতিহাস আলোচনায় ঐতিহাসিক,
এটাই তোমার বাতিক ;
কিন্তু খাওয়া-দাওয়ায় নও সাত্ত্বিক,
পোশাক-আশাকে তুমি কার্তিক। তোমার জ্ঞান এতই বেশি ,
অনেকে চাপতে পারেনা হাসি; তুমি কথা বলো রাশি রাশি ,
অকাট যুক্তি-তর্কে তুমি আগ্রাসী ।
অন্যের জ্ঞানে অংশ নিতে গিয়ে,
নিজের বোকামী আসে প্রকাশ্যে;
তখন আয়নার দিকে তাকিয়ে,
দেখো কে বোকার হাসি হাসে ।
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
কবি পরিচিতি-
কবি পরিচিতি: পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত ভাতার থানা ব্লকের এরুয়ার গ্রামে আমার 1974 সালে জন্ম ।আমি পেশায় গৃহ শিক্ষক ।