তুমি কবিতা

– শ্যামল কুমার মিশ্র

♣♣♣♣♣♣♣

শীতের নরম রোদ্দুর এসে পড়েছিল বারান্দায়

ছোট্ট দুটো হাতে তোমায় বুকে টেনে নিই

বাঁকা বাঁকা অক্ষরগুলো শব্দ হয়ে ঝরে পড়ে

তোমায় ভালবাসতে শুরু করি আমার প্রথম প্রেম তুমি কবিতা…

স্কুলের আঙিনা জুড়ে তুমি…

তোমার মাঝে বিম্বিত মীরা ফতেমারা

খুনসুটি আর ছায়াঘেরা বনবীথিতলে কিংবা শিপ্রা নদী পারে

স্থির অচঞ্চল বারি সনে তুমি কবিতা

ধীর নির্নিমেষ চোখে তাকিয়ে থাকা আমার ভালোবাসা…

স্কুল পেরিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়

হাজারো ছাত্রছাত্রীর মিছিলেও তুমি কবিতা

স্লোগানে স্লোগানে দাবি আদায়ে তুমি কবিতা আন্দোলন শেষে নিভৃত গল্প সাথে তুমি কবিতা

ধীর পদবিক্ষেপে শষ্পরাজি পরে মুখোমুখি বসে তোমা সনে কবিতা…

তারপর কবিতা তুমি কোথায় হারিয়ে যাও

প্রতিদিনের কর্তব্যের জীবনে তুমি নতুন হয়ে ওঠো

ছোট্ট রিমির সনে একেবারে ঝকঝকে…

কবিতার সাথে হাঁটতে হাঁটতে কখন যেন হারিয়ে যাই ইটিন্ডার ঘাটে দরবেশ আর বাউল সনে

এক চিরন্তন অন্বেষণ যেন…

হতদরিদ্র সাদেকের হাসিতে কবিতা তুমি ঝরে পড়ো

আমি প্রাণ ভরে তোমায় দেখি কবিতা

জীবনের অপরাহ্ণ বেলায় তোমা সাথে নিশিযাপন…

শব্দগুলো রাত্রির দ্বিপ্রহরে নেমে এসে কথা কয়—

ওঠো কবি জীবনের কথা বলো…

শব্দগুলো আমায় তাড়িত করে…ঘুমের মাঝে, ঘুম ভেঙে

তোমায় আরো গভীরভাবে জড়িয়ে ধরি

এ যেন চিরজনমের ভালোবাসা…

কবিতা তোমার জন্য হাজারো পথ হাঁটি

সুমাত্রা বালুচিস্তান হয়ে শিলাইদহের পথে পথে…

ক্লান্ত অবসন্ন আমি

বেলাশেষে হারিয়ে যেতে চাই তোমার মাঝে তোমায় ভালোবেসে কবিতা…

♣♣♣♣♣♣♣

কবি পরিচিতি-

  • পূর্ব মেদিনীপুরের এক প্রত্যন্ত প্রান্তে আমার জন্ম। গ্রামবাংলার মেঠোপথে কেটেছে শৈশব। তারপর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। শিক্ষকতাকে ভালোবেসে ৩২ টা বছর কেটে গেছে। ভালো লাগে পড়তে, লিখতে আর মানুষের মাঝে সময় কাটাতে। আর তাই সৃষ্টি “মনীষী চর্চা কেন্দ্রের”। সাহিত্যের মাঝে বুক ভরে শ্বাস নেওয়া….

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*