শেষ প্রহরের ঘন্টা

– শিখা ভট্টাচার্য্য

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

যখন বাজবে শেষ প্রহরের ঘন্টা!

কুসুম পরাগ মেখে গায়ে

ফাঁকি দিয়ে যাবো চলে,

বিদায় মুহূর্তে যাবো রেখে –

সম্বলটুকু আমার স্নেহসুধা মাখা

পরিচিত সেই সুখ হাসি ।

রেখে যাবো তোমারই জন্য,

বহুদিনের সুখস্মৃতি আর আমার

বিদায়ের শেষের কবিতা ।

বিচ্ছেদের গল্পেরা থেকে যাবে

মনের কোণে চুপটি করে

স্মৃতির পাতায় লুকিয়ে ।

থাকবে মনের ক্যানভাসে

দুরন্ত স্মৃতির প্রশ্রয়,

মেটাবো মনের সাধ যতো

মনের আস্কারায় ।

আমি স্বাধীন হয়ে বেড়াবো ঘুরে

ঝড় প্রহেলিকা পেরিয়ে

মুক্ত বিহঙ্গ হয়ে ।

কখনো মিশে যাবো মেঘের সাথে-

পাবে না আমার দেখা ।

তুমি কি আমায় নেবে খুঁজে?

ভাঙবে কি অস্থিরতায়

হৃদয় তোমার?

তবে ডেকো আমায়

স্নেহমাখা সুরে-

দাঁড়াও, যাবো আমি তোমারই সঙ্গে।

সময় হয়েছে আমার তোমার

পথের শরিক হতে ।

বাড়িয়ে দেবো দুহাত আমি

প্রেমিকের তৃষ্ণা নিয়ে আসবে তুমি,

বিহঙ্গের শ্রান্ত স্বরে মধুর

প্রেমেসুধা নিয়ে ।

ফুলের মতো হবে উদ্ভাসিত,

মিশে যাবো মিলনের তরে

আমরা দুজনে ওপারে

ঐ দিগন্তের পারে ।

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

কবি পরিচিতি-

শিখা ভট্টাচার্য্য নিবাস- উত্তরবঙ্গের কোচবিহার আমি গৃহবধূ , অবসরে একটু লেখালেখি করতে ভালোবাসি ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*