শত আঘাতেও
– দীপু রায়
♥♥♥♥♥♥♥
বন্ধু এসো, চুপি চুপি একটা মনের কথা কই,
জীবনের ক্যানভাসে সুখ-দুখ, চাওয়া-পাওয়া
আনন্দ-বিরহ কতই না রঙের আল্পনা
আমরা তো কেউই এর ব্যতিক্রম নই..।
বন্ধু মনে রেখো কথাটি আমার,
ভাঙুক পাঁজর তবু হারিয়ো না মনের জোর
বিশ্বাস আর আত্মবিশ্বাস টা যেন না ভাঙে
শত আঘাতেও..
নিকষ কালো আঁধারের পর আসে নতুন ভোর,
‘মেঘের আরালেই তো সূর্য হাসে..’
শত আঘাতেও তাই
ভেঙে পড়ো না, হাল ছেড়ো না,
উঠে দাঁড়িয়ো আবার..
শত আঘাতেও ছেড়ে যেওনা জীবনের এই লড়াইয়ের ময়দান..।
সাফল্যের জয়টীকা রয়েছে হয়তো তোমারই অপেক্ষায়।
♥♥♥♥♥♥♥
কবি পরিচিতি-
দীপু রায়*, জন্ম ১২ই জানুয়ারি ১৯৯২, পিতা দীনেশ রায়,মাতা স্বর্গিয়া রজবালা রায়, সাম্মানিক স্নাতক(ভূগোল), স্নাতকোত্তর ডিপ্লোমা(গ্রামোন্নয়ন)
ঠিকানা: উত্তর রাঙ্গালিবাজনা পোষ্ট: রাঙ্গালিবাজনা থানা: মাদারিহাট জেলা: আলিপুরদুয়ার পশ্চিম বঙ্গ,ভারত
পেশা: সামাজিক নিরীক্ষা সম্পদ কর্মি, মাদারিহাট-বীরপাড়া ব্লক, আলিপুরদুয়ার জেলা সামাজিক নিরীক্ষা দপ্তর।
নেশা: রকমারি বই সংগ্রহ, সাহিত্যচর্চা, তাৎক্ষণিক বক্তৃতায় অংশগ্রহন। এছাড়াও বিদ্যালয় জীবন থেকেই সাহিত্য চর্চার ঝোক।আজ পর্যন্ত বিভিন্ন পত্র-পত্রিকা,কবিতা সংকলন,ই-ম্যাগাজিন,ওয়েবজিন,ব্লগজিনে ছোটো গল্প,কবিতা প্রকাশিত হয়েছে।নিয়মিত বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করাহয়।
💚💛❤💐আন্তরিক ধন্যবাদ💐❤💛💚
কবিতার পাতা-কে
অসাধারণ লেখা