মোদের কচি হাতে
– মোঃ রেজাউল করিম
⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇
বন্ধুরা সব খেলতাম কত
মোদের শৈশবকালে।
দিন গুলি সব শুধু এখন
স্মৃতির অন্তরালে।।
একসাথে সব বন্ধু হলেই
খেলতাম কত খেলা।
মনটা আমার কাঁদে এখন
দুঃখ লাগে মেলা।।
বাবা থাকতো মাঠের কাজে
মা রান্না ঘরে।
সে সব স্মৃতি মনে হলেই
সুখ লাগে অন্তরে।।
কাপড় দিয়ে পুতুল গড়ে
বিয়ে দিতাম তখন।
নিরালাতে ভাবি সে সব
চুপি চুপি এখন।।
কেউবা হতাম বাবা আবার
কেউবা হতো মা।
সে সব কেবল সুখ জাগায়
নেই যে তুলনা।।
সজনে পাতায় তরকারি আর
কেঁচোর মাটির ভাতে।
আনন্দতে খেতাম সবাই
মোদের কচি হাতে।।
কেউবা হতাম মাস্টার আবার
কেউবা হতো ছাত্র।
শৈশবকালে ফিরিয়ে নেয় যে
সে সব স্মৃতি মাত্র।।
পুঁইয়ের রঙে রাঙাতাম মোরা
সেই না খেলাঘর।
বড় হওয়ার সাথে সাথে
সবাই এখন পর।।
বাস্তবতার কষাঘাতে
কে যে আজ কোথায়?
সুখ খুঁজে পাই কখনো
কভু আবার কাঁদায়।।
ফিরে যেতে ইচ্ছে করে
সেই না শৈশবকালে।
আর কি ফেরা হবে কভু
সেই না মায়া জালে?
⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇
কবি পরিচিতি-
মোঃ রেজাউল করিম পিতা: এ.এম.আহাম্মদ আলী মাতা: ফিরোজা বেগম গ্ৰাম:ফরিদ পাঙ্গাশী (ধুলাউড়ি) থানা: শাহজাদপুর জেলা: সিরাজগঞ্জ জন্ম:৭ই সেপ্টেম্বর ১৯৬৩ ইং তারিখে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। স্কুল: কৈজুরী উচ্চ বিদ্যালয়-১৯৭৯ এসএসসি। কলেজ: সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা- ১৯৮১ এইচএসসি। বিশ্ববিদ্যালয়:বিএ (পাস),এমএ(জাতীয় বিশ্ববিদ্যালয়)। বিশেষ শিক্ষা: এসোসিয়েট ইঞ্জিনিয়ার (অটোমোবাইল)। কর্মজীবন: বাংলাদেশ বিমান বাহিনীর একজন অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার। বর্তমান কর্মজীবন: আমানত শাহ্ গ্ৰুপ, ঢাকা।