ফিরে আসার মাস
-মনির হোসাইন
⇔⇔⇔⇔⇔
আবার এলো ফিরে, সবার ঘরে ঘরে
সিয়ামের মাহে রমজান
★মমিন হৃদয় হাসে, সিয়ামের এই মাসে
কোরআনের বরকতে বাড়ে সম্মান।।
সিয়াম পালনকারী খোদার কাছে জানি
পাবে পুরস্কার বড়
মনের কালিমা মুছে, সকল গ্লানি গুছে
নিজেকে কোরান রঙে গড়ো।
পাপের কালোকে ধুয়ে রবের কাছে নুড়ে
পাক করো হৃদয় উদ্যান।
জীবনের সমাপ্তি ঘটে যাবে একদিন
কখন আসবে মরন কেউ জানি না
বুঝে ও বুঝি না তবু, ঘুরি মরিচীকার পিছু
সত্যের কথা মানি না
আসবে না কোন কাজে, ঐ না পরোপারে
অঢেল সম্পদ আর স্বজন সন্তান।
অতীত হয়েছে যা পিছনে ফেলে তা
সামনে এগিয়ে চলো তবে
খোদার পৃথিবীতে শান্তি পেতে হলে
তারই পথে চলো সবে।
ক্ষণিকের মোহে নহে মুস্তাকিমের পথে
সত্যিকারের কল্যাণ।
⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি-
মনির হোসাইন লক্ষ্মীপুর জেলার সদর থানার পৌরসভার ১২নং ওয়ার্ড আবির নগর গ্রামের অধিবাসী। কবির প্রথম কাব্য গ্রন্থ হে বিপ্লবী হে গোলাপ ও তোমার ভালোবাসার ছায়ায়।
কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় কর্তৃপক্ষকে
অসাধারন লাগলো কবিতাটি।