গোপন অভিলাষ
-অদিতি প্রামানিক
♥♥♥♥♥♥
সখা তুমি বন্ধু তুমি
আমার চির সাথী,
সারাজীবন থাকবে সাথে
আমার এই মিনতি।
অকারনে কভু বোঝ ভুল
আমায় করো দুর,
সব ভুলেও আমার মনে
বাজবে তোমার সুর।
সুখ পাখিটা আমার কানে
গাইবে আবার গান,
তোমার ভালোবাসা আমার মনে
জাগাবে আবার প্রাণ।
আনন্দের পরশ যাবে ছুঁয়ে
আমার হৃদয়ের আঙিনায়,
কূল হারানো প্রিয়া আবার
রইবে তোমার অপেক্ষায়।
অনেক বেদনা রইবে জমা
আমার অন্তরে গোপনে,
কখনও হয়তো হবেনা জানা
তোমার বসে বিজনে।
একফালি চাঁদ দেবে উঁকি
জানাবে সুখের বারতা,
তোমার সাথে মিলব আবার
কাটিয়ে সকল জরতা।
বন্ধু আমার সখা আমার
তুমিই আমার দীর্ঘশ্বাস,
তোমার সাথেই কাটাবো জীবন
আমার গোপন অভিলাষ।
♥♥♥♥♥♥
কবি পরিচিতি-
অদিতি প্রামানিক।এম, এস,সি মাষ্টারস। কর্মে গৃহিনী।এক কন্যার জননী।স্বামী তরুন কুমার বৈদ্য। পিতা অখিল প্রামানিক,মাতা কল্পনা প্রামানিক।নিবাস মাগুরা জেলা,বাটিকাডাঙ্গা গ্রাম।