তাসের দেশ

– চিন্ময় বিশ্বাস

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

উন্মত্ত স্রোত গুলি মাথা খুড়ে মরে সমুদ্রতটে,

চোরাবালিতে ডুবন্ত জীবন;নীরব সংঘাতে!

সাহেব-বিবি-গোলাম আজ সবই নিলামে,

শুধু অনাকাঙ্ক্ষিত স্বপ্নেরা নেই বিরামে।

মত্ত জীবন ডুবেছে পানাসক্তি – সিরামে।

স্বপ্নও মূক-বধির-ধূসর;দর কষাকষিতে

খুলে দেখ, ধুলোমাখা নথি লেখা মসিতে।

গ্ল্যাডিয়েটর হয়েছি তোমার পদ চুমে, চুমে

জীবনের অনুভূতি গুলো রেখেছ গভীর ঘুমে।

পরিয়েছে পায়ে লোহার শক্ত -বেড়ি,

ঘুম ভেঙ্গে দেখি, মুখ ভেংচিয়েছে চেড়ি।

গ্ল্যাডিয়েটর হয়ে তুলে নেবো কঠিন হস্তে হাতুড়ি,

ভাঙবো হৃদয়ে পোষা ভীরুতা,তোমার ছল চাতুরী।

ধরেছো তুমি মনভোলানো ভন্ড সাধুর বেশ,

অন্ধ সমাজের বন্ধদুয়ারে জ্ঞানের আলোক জ্বেলে,

নবীন চক্ষু মেলে ভাঙবো তাসের দেশ।

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

কবি পরিচিতি-

চিন্ময় বিশ্বাস, পিতা-চিত্তরঞ্জন বিশ্বাস, মাতা- মিনতী বিশ্বাস, ১৯৯১ সালের ২৬ শে এপ্রিল আমার জন্ম। গোয়াবাড়ি প্রাথমিক বিদ্যালয় শিক্ষাজীবন শুরু, তারপর গোয়া বাড়ি নেতাজি বিদ্যাপীঠ থেকে মাধ্যমিক , বালিয়া ডাঙ্গা হাই স্কুল থেকে উচ্চমাধ্যমিক, এবং করিমপুর পান্নাদেবী কলেজ থেকে বিএ পাস করি। এরপর ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত কল্যাণী বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০১৫ সালে বাগদি জামশেদপুর বি.এড কলেজ থেকে বি.এড ডিগ্রি লাভ করি। বর্তমানে গ্রাম সম্পদ উন্নয়ন কর্ম কর্মী হিসেবে কাজ করি। রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, জয় গোস্বামী ও সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা পড়তে ভালোবাসি। প্রিয় কথা সাহিত্যিক হিসেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পড়তে খুব ভালোবাসি। ২০১৫ সাল থেকে কবিতা লেখার প্রতি আগ্রহ জন্মে। জান দেয়াল পত্রিকায় প্রথম কবিতা “আত্মজাগরণ” প্রকাশিত হয়। আর সেখান থেকেই পথ চলা শুরু।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*