বোধ ও বিবেকের কলম

-মাই ফেয়ার চৌধুরী

⇔⇔⇔⇔⇔⇔

কলমের কালি জলে জ্বলুক সত্যের শিখা,

লিখনিতে চলুক বোধ-বিবেক ন্যায়ের চাকা।

সত্য ন্যায় লিখার মুক্তকণ্ঠে স্বচ্ছতা পাতা,

উচ্চারিত হোক মানবতার হৃদয়ের কথা।

নির্যাযিত -নিপীড়িত-অবহেলিত অব্যক্ত ব্যথা,

কলমের কালি না হোক কারো পথের কাঁটা,

সততার পরিচয়ে ফুটুক ফুল চন্দন গাঁথা।

ঝরে পড়ুক মানব কল্যাণের সত্যের বাণী,

কাল হয়ে না হোক কারো চলার মানহানি।

কলম বিবেকের কাঠগড়ায় সাহসী হাতিয়ার,

অশুভ-অপশক্তির ভয়-ভীতির কারাগার।

কলমে উন্মোচন হোক সকল অন্যায়ের মুখোশ,

কলমে দূর দৃষ্টির সৃষ্টি হোক চৌকস।

⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি-

মাই ফেয়ার চৌধুরী,আগ্রাবাদ সি,ডি,এ আ/এ, ডবল মুরিং,চট্টগ্রাম। লেখার হাতেখড়ি খুবই অল্প সময়। এক লেখক ফেসবুক ফ্রেন্ড অবসরে মনে যা আসে ভালো কিছু লিখতে বলেন। সেই থেকে সাহস করে কলম ধরা শুরু। গত বইমেলায় তিনটি যৌথ কবিতার বই প্রকাশিত হয়।( ১)বাঁধভাঙ্গা ফাল্গুনের হাতছানি (২)রক্তঝরা অশ্রু (৩)মানচিত্রের বিনিদ্র রজনী। (বিশেষ প্রথম দুটি বইয়ে শ্রদ্ধেয় নির্মলেন্দু গুণ স্যার,ও আসলাম সানী স্যারে একটি করে কবিতা উপহার স্বরূপ ছিল) ২০২১ বই মেলায় একক কাব্য গ্রন্থ” অন্তিম বেলায় রক্তিম আভা “প্রকাশিত হয়।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*