তবু ফিরে দেখি
-পাদক
♦♦♦♦♦♦♦
প্রখর রোদে নিদারুণ তাপে খসে পড়েছি আমি পাতা,
হেথা যাই উড়ে হোথা রই পড়ে কি দারুন মর্ম ব্যথা।
কেউ গিয়েছে পায়ে মাড়িয়ে কেউ দিয়েছে অনল মাঝারে।
হৃদয়ের রঙ সবুজ হারিয়ে পড়ে আছি এই পাথারে।
সূর্য্যের তাপ গায়েতে মেখে ভরেছি ভূবণ ছায়াতে,
সেই তাপে আজ শুকাতে শুকাতে রয়েছি শুষ্ক কায়াতে।
আকাশ থেকে বৃষ্টি এনে সিক্ত করেছি এই ধরা,
সেই ধরাতে আমি যেন আজ হয়েছি দিশেহারা।
বাতাসের বিষ উদরে ভরে অমৃতের ডালা ধরেছি,
অন্নহীনে শীর্ণ দেহে সেই বাতাসেই ভেসে চলেছি।
এমনি করে যেতে যেতে পথে বার বার ফিরে দেখেছি,
কোথাও কি চরণ চিহ্ন ভুল করে এঁকে দিয়েছি।
♦♦♦♦♦♦♦
কবি পরিচিতি-
পাদকঃ(জন্ম-১০/০৩/১৯৮৪খ্রীঃ) পশ্চিমবঙ্গের উত্তর ২৪পরগনা জেলার স্বরূপ নগর নামক প্রত্যন্ত গ্রামের এই তরুণ কবি পিতা-মাতার জেষ্ঠ্য পুত্র। শিক্ষাগত যোগ্যতা অনার্স(রাষ্ট্রবিজ্ঞান), এম.এ পাশ করেছে। পারিবারিক আর্থিক প্রতিকূলতাকে হার মানিয়ে প্রিয়জনের স্নেহ ভালোবাসা ও প্রেরণাকে পাথেয় করে শিক্ষকতার পাশাপাশি লেখালিখি চালিয়ে যান। সাম্প্রতিক বেশ কিছু শারদীয় পত্রিকায় কবিতা প্রকাশিত হয়েছে এবং যৌথ বইও প্রকাশিত।