ভালোবাসার সন্ধি
-এস,এম,শহীদুল্লাহ
♥♥♥♥♥♥♥
আমার হৃদয়ের দুয়ারে বারে বারে,
কে যেন সহসায় মিষ্টি হেসে উকি মারে,
ফিরে আমায় বারে বারে ডেকে বলে,
এসো হে মোর প্রিয়া,ওগো প্রিয়তমা
আমার ভালোবাসার বাতায়ন পাড়ায়,
আমি কি পাবো, ভালোবাসা তার,
তবে কেন সে মুখটি তার ভার,
এ যেন এক নিঃস্বঙ্গ হতাশার ছোঁয়া,
সত্যি আমি ভালোবাসিবো তোমায়,
হতাশা নয়,এ হলো জীবন পণ।
সুখের বিলাসিতায় নয় দুখের দ্বারে,
রবে কি হে প্রিয় আমার মনের ঘরে,
নাকি নিভৃতে ফেলে যাবে আমায়,
তোমার মমতায় আমি ভাসবো প্রিয়,
কষ্টের মাধুলী পরে চোখের জলে।
বাস্তবতা যে প্রিয় সত্যি বড়ই কঠিন,
মানুষ সবাই তারা স্বার্থ বাদী হয়,
এই মনে আজও সংশয়ে জাগে ভয়,
হতাশার শিকলে যেন আমি বন্ধী,
তুমি ভুলে না যাও এইতো মোর সন্ধি।
♥♥♥♥♥♥♥
কবি পরিচিতি-
কবি,এস,এম,শহীদুল্লাহ, 1981 খিষ্টাব্দে জামালপুর জেলার মেলান্দহ থানাধীন পশ্চিম ছবিলাপুর গ্রামে মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। বাবা-মো÷আবু বক্কর সিদ্দিকী,মাতা÷মোছা÷হালিমা বেগম, শৈশবকাল থেকে কবিতা, ছড়া,গল্প খুবই ভালোবাসতেন, এবং শৈশব কাল থেকেই লেখা লেখির অভ্যাস করেন, কবি শহীদুল্লাহ 1993 সালে নিজের লেখা কয়েকটি কবিতা প্রকাশ করেন যেমন তার লেখা কবিতা,1993- ঠাঁইয়ের সন্ধান,রক্ত দিয়ে,মায়ের চিঠি,শিক্ষাগুরু,ইত্যাদি। পরবর্তী সময় তার লেখা একটি *উপন্যাস ঝরা পাতা* পাঠক মনে খুবই আনন্দ দেন। পারিবারিক আর্থিক অসচ্ছলতার জন্য খুব বেশি পড়া শোনা করতে পারেন নাই। উওর কাহেত পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে পঞ্চম শ্রেনী পাশ করে কে জি এস মহর সোবহান মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় হতে কৃতিত্তের সাথে 1996 সালে এস,এস,সি পাশ করেন। তারপর জামালপুর সরকারি আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় হতে 1998 সালে এইচ এস, সি,পাশ করেন। কবির শৈশব জীবন দুঃখের সাথে কেটেছে।আজ ও সেই দুঃখের মাঝেই বসতি।