এখন না হয়
-মিস্টি অধিকারী সুপ্রিয়া
♠♠♠♠♠♠♠♠
বেশতো এবার অনেক হল অভিমানের খেলা,
এখন না হয় শুরু হোক নতুন পথচলা।
এখন না হয় খুলেই দেই মধুর স্মৃতির মেলা।
এখন না হয় ভাসাই দেই অভিযোগের ভেলা।
এখন না হয় মিছেমিছি হোকনা কিছু কথা।
এখন না হয় অল্পখানিক হোকনা শুধুই দেখা।
এখন না হয় নতুন স্বপ্ন নাইবা মোরা আঁকি।
এখন না হয় নতুন করে নতুন পথে হাটি।
এখন না হয় চাঁদের আলো নাইবা মোরা দেখি।
এখন না হয় প্রেমের প্রদীপ নাইবা মোরা জ্বালি।
এখন না হয় স্বর্গ সুখে নাইবা মোরা ভাসি।
এখন না হয় মনের কথা মনের ঘরেই রাখি।
এখন না হয় একটু দেখেই জুড়াক শুধু আখি।
এখন না হয় ভালোবাসার নাইবা করি প্রকাশ,
এখন না হয় অভিনয়ে ঢাকি হৃদয়ের আবেশ।
♠♠♠♠♠♠♠♠
কবি পরিচিতি-
আমি মিস্টি অধিকারী সুপ্রিয়া। স্বামী চন্দ্রজীৎ অধিকারী দু মেয়ের জননী। বিরাটি স্থানীয় বাসিন্দা। কোলকাতা, বিরাটি, দক্ষিণ প্রতাপগড় উত্তর 24পরগনা।
কবিতার মাধ্যমে কবি তার মনের ভাব প্রকাশ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। সুন্দর সৃজন। কলম চলুক হরদম