তোমায় ছোঁয়ার বাসনা
-প্রীতি কণা বিশ্বাস
♥♥♥♥♥♥♥
সন্ধ্যার আকাশে যদি দেখো
তীব্র মেঘের ডাকাডাকি, বিদ্যুতের চমকে ভয় পেওনা,
আমি থাকবো সেথায়
দেখো তুমি আকাশ পানে চেয়ে,
খুলেই রেখো জানালাগুলো
তুমি বন্ধ করোনা ভুলে।
যদি রিমঝিম ছন্দ তোলা
শব্দ শোন রাতে,
বিষন্নতায় হ্নদয় ভেঙ্গে
কষ্ট নেমে আসে,
তুমি বাতায়ন খুলে
দাঁড়িয়ে থেকো তবে,
তখন হিমেল হাওয়ার শীতলতায়
যাবো তোমায় ছুঁয়ে।
একটুখানি বৃষ্টি মেখো
হাত বাড়িয়ে তুমি,
হ্নদয় তোমার শীতল হবে
আমায় ছোঁয়ার উষ্ণ অনুভবে,
আবার বাইরে এসে বন্ধ চোখে
বৃষ্টির জল নাও তোমার
শরীরে মেখে,
দেখবে তোমার ক্লান্তি
টুকু নেই আর
সব হাওয়ায় মিলিয়ে যাবে।
আমি থাকবো আকাশে বসে,
আর দৃষ্টি তোমার দিকে
বৃষ্টির প্রতি ফোঁটার সাথে
থাকবো আমি মিশে,
পাবে আমায় সারা জীবন
ঐ বৃষ্টি ধারার মাঝে,
আকাশের ঐ মেঘের ভাঁজে
ভাঁজে
থাকবো মিশে তোমার পথ চেয়ে।
বৃষ্টির ধারা বিন্দু কণায়
পড়বো ঝরে,
শুধু তোমায় একটু ছোঁয়ার
বাসনা সকাল সাজে,
থাকবো আমি অপেক্ষাতে
বছর ঘুরে কখন আবার
বর্ষার দিন আসে,
থাকবো মিশে বৃষ্টির প্রতি
ফোঁটায় ফোঁটায়
অন্তকাল ধরে।।
♥♥♥♥♥♥♥
প্রীতি কণা বিশ্বাস। আমি ০১/০৬/১৯৭৯ খ্রিঃ ভোলা জেলার পি,টি,আই রোডে বসবাসরত একটি হিন্দু সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করি। আমার ছোটবেলা কাটে পিরোজপুর জেলায়। পিরোজপুর সরকারী কলেজে লেখাপড়া শেষ করে সার্ভিস লাইফে পদার্পণ করি। আমার একটি মাত্র কন্যা সন্তান । বর্তমানে আমি সার্ভিস করছি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন পজীক, অভয়নগর, যশোর জেলায়। সার্ভিসের পাশাপাশি একটি বেসরকারী অন লাইন টি,ভি চ্যানেল -৭ বিডি.কম, খুলনা জেলার ক্রসপন্ডেন্ট এর দায়িত্ব পালন করছি। এছাড়াও বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত আছি। যেমন- বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএসএ, বাংলাদেশ কালচারাল সোসাইটি ও বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছি। ২০১৯ সাল থেকে সাহিত্য জগতের সাথেও ওতোপ্রোতো ভাবে জড়িত। সাহিত্যকে ভালোবেসে সাহিত্যের জন্য জীবনের অনেকটা সময় অতিবাহিত করেছি । বর্তমানে আমার কবিতা “কবিতার পাতা” ওয়েব ম্যাগাজিন,ভাবণা প্রকাশ সাহিত্য ম্যাগাজিন , কথামালা, সমাজবন্ধু নামক ম্যাগাজিনে আমার লেখা কবিতা প্রকাশিত হয়েছে। বর্তমানে জাতীয় কবি ও সাহিত্যিক পরিষদ ( জাকসাপ) বই প্রকাশনার মাধ্যমে “”” কবিতার ছায়াপথ””” নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে এবং উক্ত বইটি আমার প্রথম যৌথ কাব্যগ্রন্থ।