বিষ মোচন

-পরাগ ভট্টাচার্য

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

আমি ছিলাম বিষে জর্জরিত ll

আমি সেই বিষে হয়েছিলাম নীল ll

ঘরটা ছিল পরিপাটি করে সাজানো

বিছানা ছিল সাদা চাদরে ঢাকা ,

দেওয়ালে ছিল ইষ্ট দেবতা ও মৃত স্বজনদের ছবি ll

ফুল ধুপ দিয়ে তোমার ভক্তিতে ছিল না কোনো ক্ষান্তি ll

নিভৃতে বলে রাখি , আমি সেই গোপন প্রেমিক ,

যে তোমার শরীর ও মনে সঞ্চারিত করেছি আমার জমানো বিষ ll

তোমার অধরে অধর চেপে নিঃস্বাস বন্ধ করে আমি সেই বিষ ঢেলেছিলাম তোমার শরীর আর মনে ll

এখন কোমল ঘাসের ওপর শুয়ে আমি নির্বিষ হয়ে মোচনের শ্রান্তিতে ঘুমিয়ে আছি

তুমি জ্বলছো হয়তো বা জ্বলছো না সেই বিষে

হয়তো বা তোমার স্মৃতিতে ভাসছে সেই ছবি ,

কিংবা কোমল গান্ধারে বাজছে বীণা

যা একান্তই তোমার আমার ll

সমুদ্র সৈকত ছিল না নিকটে

আমি সেই সমুদ্র আঁকতে চেয়েছি তোমার চোখে

এখন তোমার চোখের দিকে তাকালেই মনে হয় সমুদ্রের ঢেউগুলো আছড়ে পড়ছে আমার শরীরে

আমি ভেসে যাচ্ছি ক্রমাগত ভেসে যাচ্ছি সেই স্রোতে ,

এর চেয়ে বরং ভালো তুমি আর আমি কোনো সৈকতে এসে শুই ,

কোনো বড়ো ঢেউ এসে ভাসিয়ে নেবে তোমাকে আর আমাকে

যার জল আমাদের মোচন করবে সেই বিষ ,

যা আমার মন আর তোমার শরীর ধীরে ধীরে করবে শীতল ,

আমরা ফিরে পাবো নতুন কোনো প্রাণের স্পর্শ

যেখানে থাকবে না কোনো জ্বালা বা যন্ত্রনা !!

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

কবি পরিচিতি-

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের খড়দহ তে ১৯৫৯ সালে জন্ম l এখানেই পড়াশোনা ও চাকরি l চাকরি পাওয়ার পর কলকাতায় চলে যাওয়া l দীর্ঘ চল্লিশ বছর কলকাতায় থাকার পর খড়দহ এর নীলাচল এ ফিরে আসা l কবিতা লেখার অভ্যাস ছোটবেলা থেকে l একজনের উৎসাহে প্রথম ফেস বুক এ কবিতা পোস্ট করি l আমার কবিতা কলকাতার চতুষ্কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে l এখানে অমর্ত্য নামে একটি পত্রিকায় নিয়মিত কবিতা প্রকাশিত হয় l এই অপরাহ্নে এসে গান আর কবিতাতেই যাপন l

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*