চেঙ্গিস খাঁ গিলে খাচ্ছে জোস্নাকাল

-রানা জামান

⇔⇔⇔⇔⇔⇔

রাগে অনুরাগে অনুকম্পা কূল হারিয়ে গহ্বরে

এতো বৈপরীত্য ঝুল বারান্দায় নাভিশ্বাসে নিত্য

শিমূলের বীজে চড়ে ভাবনাগুলো উড়নচণ্ডীর চূড়ান্ত স্বাধীন

ঘরে ফিরতে ঘর ছেড়ে সমুদ্দুরে স্নানে বিন্দাস সাঁতার

দু’হাতে বালির টিলা অবিরাম কেটে পুস্পবনে

নষ্টচিন্তা কাটা সহজ হলেও নষ্টমানুষের চিন্তা পঙ্গপাল

বুননের সোজাপথে ঢুকে পড়ে অছন্দের পোকা

প্রচেষ্টার কাঁচি আগাছা কর্তনে ভোঁতা হয় শুধু

ভাটির ওড়নায় উজানের ফাঁস সমাজে বিক্ষত

ধূলোর শরীরে চৈতন্যের রেণু কবর কোথায়!

নিড়ানির ভয়ে আগাছা লাগামহীনে চেঙ্গিস খাঁ

আঁধারের জিভ বেড়ে গ্রাস করে নিচ্ছে জোস্নাকাল।

⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি-

রানা জামান ঠিকানা: আনিলা টাওয়ার; বাড়ি#১৮-১৯; সড়ক#৩; ব্লক#আই; বড়বাগ(ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পেছনে) মিরপুর-২;ঢাকা-১২১৬; বাংলাদেশ অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব বয়স: ৬১ বছর; বিবাহিত অভ্যেস: পড়া, সিনেমা দেখা ও লেখালেখিপ্রকাশনা: ৮৯

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*