প্রেম প্রেম

-বিপ্লব দে

→→→→→

অবুঝ অবুঝ দুইটি মন সবুজ মুখে ভাসে

একটা প্রেম একটা প্রণয় পাশে বসে আশে

হাতে হাতে মুছে যায় জাতের যত বজ্জাতি

গায়ে গায়ে জুড়ে যায় ভবিষ্যতের প্রাপ্তি

আদর আদর খুনসুঁটিতে জড়িয়ে গেছে হৃদয়

চোখে চোখে ফুটে উঠে আবিষ্কারের জয়

কোন বয়সে মন অবুঝ, কোন বয়সে মান

বোঝে শুধু একটু ছোঁয়ায় অধিকার সন্মান

হিংসুটেরা দল বেঁধেছে, নামের সাথে বদনাম

প্রেম করেছে মৃত্যু জয়, ত্যাগই শুধু পরিনাম ll

→→→→→

কবি পরিচিতি-

কবি বিপ্লব দে একজন অধ্যাপক l ফার্মাসিতে বুৎপত্তি লাভ করেন ভারতের ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়, তামিলনাড়ুর মেডিকেল বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে l বর্তমানে ত্রিপুরার রাজধানী আগরতলায় স্থায়ীভাবে বসবাস করছেন l পূর্বপুরুষরা থাকতেন বাংলাদেশের নোয়াখালী জেলার লেমুয়া গ্রামে l বিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক মানের পুস্তক উনি প্রকাশ করেছেন l কবিতায়ও উনার বই প্রকাশিত হয়েছে l

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*