ভালোবাসা জেগে রবে
-মোঃ রেজাউল করিম
♥♥♥♥♥♥♥
মন আমার হারাতে চায়
সুদূর গহীনে।
হারাবো সেথায় মোরা
শুধু দু’জনে।।
কোন এক শুভ দিনে-
শুভ লগনে।
কচি কচি রোদেলা
শিশির সকালে।
বসন্তের কোন এক
মিষ্টি বিকেলে।।
শ্বেত-শুভ্র শাড়ি দেহে
খোঁপাতে মালা।
তব রূপে চেয়ে চেয়ে
ভুলবো জ্বালা।।
মুখ পানে চেয়ে মোর
কাটবে জীবন।
আঁখির পিপাসা মিটে
খুশি হবে মন।।
মুগ্ধ নয়নে শুধু
দেখবো তোমায়।
দেখা নাহি শেষ হবে।
জীবন বেলায়।।
থাকবো না কভু মোরা
যুগ যুগ ধরে।
ভালোবাসা জেগে রবে
ইতিহাস ঘিরে।।
♥♥♥♥♥♥♥
কবি পরিচিতি-
মোঃ রেজাউল করিম, পিতা: এ.এম.আহাম্মদ আলী, মাতা: ফিরোজা বেগম, গ্ৰাম:ফরিদ পাঙ্গাশী (ধুলাউড়ি), থানা: শাহজাদপুর জেলা: সিরাজগঞ্জ ,জন্ম:৭ই সেপ্টেম্বর ১৯৬৩ ইং তারিখে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। স্কুল: কৈজুরী উচ্চ বিদ্যালয়-১৯৭৯ এসএসসি। কলেজ: সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা- ১৯৮১ এইচএসসি। বিশ্ববিদ্যালয়:বিএ (পাস),এমএ(জাতীয় বিশ্ববিদ্যালয়)।বিশেষ শিক্ষা: এসোসিয়েট ইঞ্জিনিয়ার (অটোমোবাইল)। কর্মজীবন: বাংলাদেশ বিমান বাহিনীর একজন অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার।বর্তমান কর্মজীবন: আমানত শাহ্ গ্ৰুপ, ঢাকা। বর্তমান ঠিকানা:২৫৩-পশ্চিম আগারগাঁও,শেরে বাংলা নগর,ঢাকা।