সদ্য পেরোনো কৈশোর
বুড়ো বটের ছায়ায় রেখে
তোমার কাছে এসেছি ।
অথচ তুমি নৌকো করে ছেলেবেলা
একাই ভাসিয়ে নিয়ে যাচ্ছো স্বার্থপরের মত,
একবার আমাকে বললেই পারতে …
বুড়ো বট এখন আর ছায়ার দায় নিতে চায় না,
জানো,
তাকে এই নৌকো দেখাবো
বলে কথা দিয়েছি…
নয়ত বয়:সন্ধির জমানো রাতজোনাকি
কেন তার হাতে তুলে দেবো ?
সহস্র শতাব্দির দু:খ পুষে রাখতে পারলে
অথচ চোখের কোনে অপেক্ষা রাখতে পারোনি ।
পাজর ঠুকরে হৃদয় অবধি পৌছে গেলে ঠিকই
তবু একরাশ পিছুটান কেন সামনে আসতে দেখি ?
জলের ফোঁটা দিব্যি সংসার পেতে বসার আগেই
অনুভূতির শরীরে গলে যাওয়া মোম
নিভিয়ে দাও ।
আগুন ও অপেক্ষার মিলন আর নয় ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*