আসতে চাইবো না পৃথিবীতে
-আবুল হাসমত আলী
↔↔↔↔↔↔↔↔
আমার জঠরে বাচ্চাটা লাফালাফি করছে,
আমার এখন একটু তন্দ্রাচ্ছন্ন ভাব এসেছে,
আমি তার কথা শুনতে পাচ্ছি, সে বলছে__
মাগো মা__সুন্দর পৃথিবী আমায় ডাকছে,
শুনেছি পৃথিবীতে অনেক নিষ্ঠুর মানব খেলছে,
তাদের হাতে সব বন্দুক, পিস্তল রয়েছে ।
তাদের বিরুদ্ধে যারা যায়, তারা গুলি খায়,
অন্যের মতামতের প্রতি তাদের বিন্দুমাত্র শ্রদ্ধা নাই,
তারা সব সময় এই পৃথিবীতে রাজ করতে চায়,
তারা রয়েছে মানসিক ভাবে ভীষণ অসহিষ্ণুতায়,
নিরীহ সাধারণ মানুষ তাদেরকে দেখে ভয় পায়,
আমারও ভয় লাগে, ঘুরতে পারবো তো নিরাপত্তায়?
মা, আমি যে পৃথিবীতে যাচ্ছি, তুমি খুশি তো ?
ছবিতে মেয়ে দেখে আমায় তুমি ত্যাগ করবে না তো?
তোমাদের সুন্দর পৃথিবী আমাকে মেনে নেবে তো ?
শৈশবে আমাকে কম খাবার দেবে না তো?
তারা ভালবাসবে তো? আমি যখন হব বধূতে পরিণত ?
পদে পদে আমি হবো না তো অবহেলার পাত্র ?
মা, শুনেছি মেয়েদের বিয়েতে যৌতুক লাগে,
এ কেমন নিয়ম মা? সভ্য মানব সমাজে ?
যৌতুক না দিতে পারলে, শ্বশুরালয়ে অত্যাচার জোটে,
ওরা মেয়েদের কলুষিত করে, মেয়েদেরই করে নিন্দে,
মা, সেই কারণেই কি তুমি পৃথিবীতে আসতে বাধা দেবে ?
ঠিক আছে মা, আমি আর আসতে চাইবো না পৃথিবীতে ।
↔↔↔↔↔↔↔↔
কবি পরিচিতি: ১৯৭৪ সালে পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার এরুয়ার গ্রামে আমার জন্ম । আমি পেশায় একজন গৃহশিক্ষক । আমি একটু আধটু পড়াশোনার চর্চা করি, সেই সঙ্গে লেখালেখিরও। আমি সুন্দর প্রাকৃতিক পরিবেশে থাকতে পছন্দ করি যেখানে মানুষের হিংসা থাকবে না, কলহ থাকবে না মানুষ মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, যেখানে সর্বদা শান্তি ও সম্প্রীতি বিরাজ করবে ।