প্রেম কেতন

-দীনেশ কুমার আগরওয়াল

♥♥♥♥♥♥

পথকে বলেছি ছোট হতে

যখন কাছে আসবে

সময়কে বলেছি থাকতে থেমে

যখন ভালো বাসবে ।

নয়নে নয়নে কথা কবে

হৃদয় ভরা আবেগ রবে

ভালো যখন বাসবে তুমি

পবনও তখন স্তব্ধ হবে।

বদ্ধ হয়ে তব প্রেমে

পবিত্রতম আলিঙ্গন রত

ফুটবে আলো নতুন দিগন্তে

মানবো মোরা প্রেমের ব্রত।

পশুপাখি সব স্তব্ধ হয়ে

নেহারবে মোদের প্রেমের রাশি

গাছের ফাঁকে বায়ুর গতি

কৃষ্ণ যেন বাজায় বাঁশি।

বরুণ দেবের শীতল স্পর্শে

সিক্ত হবে মোদের বক্ষ

ভালোবেসে তোমায়,আমার

ধুয়ে যাবে সকল দুঃখ।

ভালোবাসা দুঃখে ভরা

সে দুঃখ আনন্দে মোড়া

প্রেমাশ্রু বহিবে চোখে

অন্তরে তে দেয় যে নাড়া।

দেব দেবীরা দেখবে মোদের

পুষ্পবৃষ্টি করবে তারা

দেখবে তারা প্রেমের মিলন

‘রাধাকৃষ্ণের’ কেতন ধরা।

♥♥♥♥♥♥

কবি পরিচিতি-

দীনেশ কুমার আগরওয়াল ।আমার জন্ম কলকাতার এলগিন রোড এর আমাদের পুরনো বাড়িতে।ব্যবসার তাগিদে আমি এখন বর্ধমান এ থাকি।লোকে আমাকে মারবারি অর্থাত্ রাজস্থানি বলে।কিন্তু “I am Bengali more than a Bengali ” সাহিত্য জ্ঞান কিছু নাই।কিছু কল্পনা কিছু ভাবনা কিছু আবেগ এর ভিত্তিতে কিছু বহিঃপ্রকাশ করে ফেলি।মনের কিছু ব্যথা কলমে চলে আসে। ধন্যবাদ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*