লেটার বক্স

-বিমান বিশ্বাস

♦♦♦♦♦♦

যাই হোক!

ডাকঘরের বাইরে আজকাল দীর্ঘশ্বাস না পেয়েই,

রোদনে সিক্ত হয়

লেটার বক্স।

গ্ৰীষ্ম; বর্ষা; শরতের কাশফুলের ছোঁয়ায় যেমন,

হেমন্ত; শীত; বসন্তের পাখির কলকাকলিতেও একই রকম

তার মনোভাব।

আজকাল কেমন যেন সে উদাসীন,

স্মৃতির বিয়োগান্তক অনুরাগের ছোঁয়ায়।

কিন্তু;

তোমার কথা আলাদা

বর্ষার মেঘমালার সব টুকুই তোমার জন্য বরাদ্দ,

মেঘের আড়ালে ঠিক তোমারই মতো একজন চেয়ে আছে।

চেয়ে আছে নির্ঝর হওয়ার স্বাধীনতায়!

বৃষ্টি আজ যেন ঘন জাল বুনেছে তোমার এলোকেশি বেণীতে?

তার পেখম ছড়ানো নৃত্য

ঘরদোর; জানলা; কবাট; সবই ভেজাচ্ছে,

আর ভেজা ভেজাচ্ছে

তোমার রাঙা ললাট!

তার সারা শরীরে যেন পঞ্চদশী জীবন্ত দূত‍্যি।

তোমাকে ছোঁয়ার অহমিকায় সে আজ হয়েছে দিশেহারা,

সকল গোপনীয়তা ভেঙে করেছে খান খান!

তোমাকে আলিঙ্গনের গৌরবে

কোনো রসিদ লিখতে হয় না তার,

দিতে হয় না কোন নজরানা!

আমি খোঁজ রাখি;

বসন্তও তোমাকে নানা রঙে রাঙিয়ে দিয়ে যায়,

চাপা দীর্ঘশ্বাস নিয়েও সে তোমায় 

ছোঁয়ার নেশায় থেকে মত্ত।

বাসন্তী,পলাশ রঙে রাঙাতে চায় সে!

কিন্তু তুমি হয়তো জানো না!

কখনো তার;

সুরটাও কাটে ঝড়ো হাওয়ার দাপটে,

মেঘদূত হয়ে নৌকো ভাসায় আপন মনে।

ইচ্ছের ডানা মেলে শ্রাবণের ধারার মতন,

স্পর্শে জড়ায় তোমায়!

কিন্তু আমার বেলায়,

যথারীতি খড়গ হস্ত তুমি!

দরখাস্ত; রসিদ লেখা; চোখ রাঙানি,

সবই যে সইতে হয় আমায়।

আর আছে,

নজরানা দেওয়ার ভয়!

জানো কি তুমি?

ডাকঘরের উদাসীন লেটার বক্সের মতন,

আমি অপেক্ষায় থাকি রত।

কবে আসবে তুমি?

আসবে তুমি আপন হয়ে,

আপন হয়ে আমার হৃদয় মাঝে!

এও ভাবি জানো!

লেটার বক্সের হৃদয় মাঝে রেখে যায়।

রেখে যায় কতশত প্রিয়তম, প্রিয়তমার বিদায়ের শেষ চিঠি।

তুমিও কি তাই হবে!

কিন্তু জানো প্রিয়তা!

আমি বিদায়ের বাঁশির সুর শোনার জন্য তোমায় ভালোবাসিনি।

আমি চাই;

উৎসাহি আবেগে ভেসে বেড়াতে

চাই যোগাযোগের পুরাতন মাধ্যম লেটার বক্সের মতো,

তোমার হৃদয়ে চিরকাল জীবিত থাকতে।

♦♦♦♦♦♦

কবি পরিচিতি-

আমি বিমান বিশ্বাস। বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার ব‍্যারাকপুর মহকুমার অন্তর্গত পানিহাটি সোদপুরের নাটাগড়ে। আমি ভূগোলে এম.এ করেছি। আমার লেখালিখির হাতেখড়ি করোনা কালীন সময়ে ০৬/০৪/২০২০ তে। লেখালিখির জগতে আসার পেছনে আমার কোনো মহাকাব্যিক আখ‍্যান নেই। হয়তো কালের নিয়মে আমার এই জগতে আসা। সেই থেকে আপনাদের ভালোবাসায় মনে যা আসে তাই লেখার চেষ্টা করি মাত্র। বাকিটা আপনাদের আশির্বাদ।

আপনাদের আশির্বাদে কবিতা কুটির সাহিত্য পত্রিকা,ভাষাসরিৎ সাহিত্য পরিবার এবং নবজাগরণ সাহিত্য পত্রিকার তরফ থেকে সম্মাননা পেয়েছি। এছাড়াও বাংলাদেশ থেকে দুটো যৌথ কাব্য “মুক্ত আকাশ” এবং “মুক্ত বিহঙ্গ” গ্ৰন্থ প্রকাশ পেয়েছে। কোলকাতা থেকে যৌথ উদ্যোগে “স্বপ্নের উড়ান” কাব্য গ্ৰন্থ প্রকাশের অপেক্ষায়। এছাড়া কিছু লিটল ম‍্যাগাজিনে কিছু লেখা প্রকাশ পেয়েছে। বিবেকানন্দ, শরৎচন্দ্র পড়তে ভালোবাসি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*