বিভাগ:— ছন্দ কবিতা
শিরোনাম :—সার্থক ভুবন
কলমে:—- সঞ্জিত দিন্দা
দৃশ্যাক্ষরে :—— 8+6
নদীবক্ষে মাঝি-মাল্লা পাল তোলে নায়
ভাটিয়ালি গেয়ে তারা সুখে হাল বায়,
তরুশাখে কৃষ্ণচূড়া —–পলাশের ফুল
পথিকের মন কেড়ে পায় ফিরে কূল।
দখিনা বাতাস বহে ——মৃদুমন্দ তাল
আমের মুকুলে লেগে দোলে সব ডাল,
ভ্রমরের দল এসে —-মধু লোটে তার
দেখে-শুনে জীবনের আয়ু করি পার।
আবিরের লাল রঙে আঁকা নীলাকাশ
সরসীর স্বচ্ছ জলে —খেলে রাজহাস,
কিচিমিচি ডাকে পাখি বসে ঝাউ বন
ডানামেলে ওড়া দেখে ভরে এই মন।
মেঠোপথে দুই পারে ফলে সোনা ধান
রূপ তার মনলোভা — বাড়ে গাঁ’র মান,
সীমাহীন ফুলে-ফলে —ভরা সব দেশ
মিলেমিশে খেয়েপরে আছি সুখে বেশ।
জোছনার চাঁদ হাসে–পেঁচা দেয় ডাক
শিহরণে মন কাড়ে —-তারাদের ঝাঁক,
শালবন,ঝাউবন ——– বাঁশঝাড় সব
প্রকৃতিকে সেজে দেন তিনি সেই রব।
কবি পরিচিতি:-
সঞ্জিত দিন্দা
M.Sc. B.Ed (Math)
পেশায় একজন শিক্ষক
কলকাতা-147

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*