জগতের যতো বই আছে
রবে না, রবে না সে পাশে
বিচারের ময়দানে জানি
থাকবে শুধু কোরাআন খানি।
বুঝে শুনে তেলোয়াত করবো
আঁধারকে আলোতে ভরবো।
মুছে যাবে তবেই তো গ্লানি।।
জানি, থাকবে শুধু এই কোরাআন খানি
কেরাআন পড়ুন কোরআন বুঝুন
আল- কোরাআনের সমাজ গড়ুন
সুন্দর ভুবনটা শান্তির করুন।
আসুন, নারী পুরুষ বিধান মানি।।
জানি, থাকবে শুধু এই কোরাআন খানি
কোরাআনের রঙে যারা রাঙিয়েছে নিজেকে
সম্মানিত তারা বিশ্ব বিবেকে
প্রথম বাণী হলো পড়ো,পড়ে পড়ে তোমাকে গড়ো
মানতে কেরাআন পড়ো দিবাযামী।।
জানি থাকবে শুধু এই কোরআন খানি
কবি পরিচিতিঃ-
মনির হোসাইন
পিতা শাহ আলম মাতা শাহেদা বেগম বিখ্যাত জেলা লক্ষ্মীপুরের সদর উপজেলা আবির নগর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
কবির বিখ্যাত কাব্য গ্রন্থ হে বিপ্লবী হে গোলাপ ব্যাপক ভাবে পাঠক সমাদৃত হয়।
এই ছাড়াও তোমার ভালোবাসার ছায়ায় হরিৎপত্র প্রকাশনী হতে প্রকাশ পায়।
নীল জ্যোৎস্নার সিঁড়ি, বিবর্ন বসন্ত,কবিদের কাব্য কথা, শূন্য দশকের কবি সহ দশটির উপরে যৌথ কাব্য গ্রন্থ প্রকাশ হয়।

2 thoughts on “আল-কোরআন_মনির হোসাইন

  1. মাশায়াল্লাহ, কবির প্রতিটা কবিতা পড়ে মুগ্ধ হই।
    কবিতার আলোকে সমাজকে আলোকিত করার তৌফিক দান করুন । কবি প্রতিভা আরো বিকশিত হোক এই দোয়া করি মহান প্রভুর কাছে। শুভকামনা রইল

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*