ফসিল
-চিন্ময় বিশ্বাস
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
পাথরের গভীরে জমে থাকা স্বপ্ন,
রক্তের কালো দাগ!ভাঙা তোরঙ্গ।
জীবনের রঙ্গভূমিতে ঘটেছিল সঙ্গম,
ব্যাঙ্গমা-ব্যাঙ্গমির কল্পনা।
এক ব্যাধের তীক্ষ্ণ শর দেহ ভেদ,
স্বপ্নগুলি ধূলুণ্ঠিত।
অশ্রু মিশ্রিত দলাপাকানো কাদা,
এক অমোঘ সৃষ্টির হাতছানি।
স্রোতধারা কর্দমাক্ত মৃত্তিকা,
সভ্যতার গভীরে জমে ছিল পলি।
বহু জীবন আহুতি দিয়ে,আজ ফসিল
তবুও, রহস্যের সন্ধানে চিহ্ন দিয়ে গেল
মূল্যবোধের; শ্রমের সফলতার
ইতিহাসকে বুকে আগলে।
ভবিষ্যতেও জাগবে আমার ফসিল,
স্বাধীন চিত্ত নিয়ে; তীব্র ধিক্কার
মানব সভ্যতার বিকার সৃষ্টিকারী,
সাম্রাজ্য লোলুপ শৃগালের দল।
চির চিহ্ন দিয়ে যাবে তোমাদের বুকে,
আমার ফসিলকে পারবেনা দিতে রুখে।
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
কবি পরিচিতি-
চিন্ময় বিশ্বাস, পিতা-চিত্তরঞ্জন বিশ্বাস, মাতা-মিনতী বিশ্বাস। করিমপুর পান্নাদেবী কলেজ থেকে(বাংলা অনার্স) নিয়ে বিএ পাস করি। ২০১১ থেকে ১৩ শিক্ষাবর্ষে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন।২০১৫ সালে যমশের পুর নমিতা শংকর বি.এড কলেজ থেকে বি.এড ডিগ্রি অর্জন করি। পেশা: বর্তমানে গ্রাম সম্পদ উন্নয়ন কর্মী হিসেবে কাজ করি। নেশা: রবীন্দ্রনাথ ঠাকুর,নজরুল ইসলাম,জয় গোস্বামী , সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা পড়তে ভালোবাসি। কথা সাহিত্যিক হিসেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অত্যন্ত প্রিয়।