একজন রিক্সা চালকের সংসার
-আদিল উদ্দীন বাবু
↔↔↔↔↔↔
আমি একজন রিক্সা চালক
রিক্সা চালাই সংসার চলে,
আমার কোন অভাব না-ই,
না-ই মনে কষ্ট।
সারাদিন ঘুরেফিরে যা কাজ হয়,
তাতেই আমার সংসার চলে,
বউ আমার ইটা ভাংগে,
সে-ও উপার্জন করে।
ঘরে দুই টা ছাওয়াল আছে
লেহা পরা করে এইবার,
একটায় মেট্রিক দিব,
ছোট্ট মেয়ে ডায়?
ক্লাস ফাইবে পড়ে আমার
আমার কোন অভাব না-ই,
ছেলে কইছে বড়ো হ’য়ে,
আমারে কাম করতে দিব না।
আর ওর মারেও ইটা ভাংগা
লাগবো না,
ছেলে কইছে লেহা পড়া কইরা
বড়ো একটা চাকরি করবো,
আমাগো আর ঝুপড়ী ঘরে,
থাকা লাগবো না বড়ো একটা
ঘর নিবো তারপর ভালো ভালো
জামা কাপর পরাইবো,
ওর মারে রানির মতো রাখবো।
আর ছোট্ট বইন-ডারে একটা,
রাজপুত্র ছেলে দেইকখ্যা,
বিয়া দিবো,
আমি অনেক খুশি আমার কোন,
অভাব না-ই।
↔↔↔↔↔↔
কবি পরিচিতি-
আদিল উদ্দীন বাবু, জন্ম ২০-১২-১৯৮১ ইং, বিদ্যা পাঠ দুনিয়া কলেজ ঢাকা। ১২৯৪পূর্ব কদমতলী মেড়াজ নগর কদমতলী ঢাকা ১৩৬২