একুশ মানে

-গৌর গোপাল পাল

◊◊◊◊◊◊◊◊

একুশ মানে সবাই জানে

মাতৃভাষার গান!

একুশ মানে প্রাণের টানে

প্রাণ করে আনচান!!

একুশ মানে সফিক সালাম

সঙ্গে যে বরকত!

একুশ মানে জব্বার কালাম

কত না মরকত!!

একুশ মানে রক্তে রাঙানো

মাতৃভাষার গান।

একুশ মানে বান্নো কাঁপানো

কত প্রাণ বলিদান!!

একুশ মানে আন্তর্জাতিক

মাতৃভাষার টানে!

ইউনেস্কোর সিদ্ধান্ত ঠিক

সঠিক বার্তা আনে!!

একুশ মানে আমার ভায়ের

রক্তে রাঙানো দিন!

একুশ মানে কত না মায়ের

বুকের রক্ত ঋণ!!

◊◊◊◊◊◊◊◊

কবি পরিচিতি-

কবি গৌর গোপাল পাল। জন্ম১৩৬০সালের ১৩ই ফাল্গুন। গোবিন্দপুর গ্রামে। পিতার নাম- দুকড়ি পাল। মাতার নাম-ফুলেশ্বরী পাল। কবি বর্তমানে বাকুল গ্রামের স্থায়ী বাসিন্দা। ২০/২২টি প্রথম শ্রেণীর দৈনিকসহ পাঁচ শতাধিক পত্র-পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে। এখন ফেসবুকের বিভিন্ন সাহিত্য গ্রুপেও লেখালিখি চলছে। যার জন্য ই-শংসা পত্রও জুটেছে অনেক। প্রকাশিত খান পাঁচেক গ্রন্থও রয়েছে। আকাশবাণীর গীতিকার।বিভিন্ন শিল্পীর কণ্ঠে দূরদর্শনসহ বিভিন্ন কোম্পানি থেকে এই কবির গান গাওয়া হয়েছে।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*