প্রকৃতির বিরূপ দৃষ্টি
-মাই ফেয়ার চৌধুরী
⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇
পৃথিবী আজ মৃত্যুপুরী,
কফিনে লাশের গাড়ি।
ধনী-গরীব উঁচু-নিচু
সাদাকালো একই সারি,
সাদা কাপড়ে মোড়কে পাড়ি
ক্ষমতাবান ও বিত্তবান।
বৌদ্ধ-হিন্দু-মুসলিম-খ্রিস্টান,
একই পথের যাত্রী যান।
কবরস্থান আর শ্মশান
নেই জাতি কোন ব্যবধান।
পাপের বোঝা অনেক ভারি,
ভুল পথে ভাসাইয়াছি তরী।
বিধাতার আরশে আরতি করি,
ক্ষমা করো প্রভু আজি।
আমরা করেছি অনাবাস যোগ্য
এই মৃত্তিকা,এই ভূমি।
তাইতো এই করোনা মহামারী,
ছোঁয়া সংক্রমণ আতঙ্ক ভয়ে
মানব মনে প্রাণে আহাজারি।
শহর-বন্দর ফাঁকা নগরী,
শ্রেষ্ঠ জীব ঘরবন্দি কারাগার,
উদ্ভিদকূলও প্রাণিকূল সবাই নিরাপদ
নিজের ভুলে নিজেরা এনেছি আপদ,
নিজের হাত নিজের কাছে বিপদ।
ধ্বংস করেছি,বিনাশ করেছি
ভূমন্ডলের সৌন্দর্যময় সৃষ্টি,
তাইতো প্রকৃতির বিরুপ দৃষ্টি।
⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇
কবি পরিচিতি-
মাই ফেয়ার চৌধুরী, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, ডবলমুরিং-বন্দর-চট্টগ্রাম.।