তোমার আঙুল

-রানা জামান

♥♥♥♥♥♥

তোমার মোহন আঙুলে আমার

হৃদস্পন্দন চলে; আঙুলের ডগা

একটু নড়লে হৃদপিণ্ডে উথাল

পাথাল তরঙ্গ; গাছের সবুজ পাতা

হতে থাকে হলুদ; উত্তপ্ত

কড়াই-এ কৈমাছা তড়পিয়ে তুমি

কী আনন্দ পাও; বহু কষ্টে

একটি বীজ কিনে সেন্টমার্টিনে

করেছি বপন; তুমি ফু না দিলে

সূর্যালোক দেখবে না বীজের ডিএনএ

তোমার আঙুলে ঝড় তুলো না মীণাক্ষি

আমি তা জড়িয়ে রাখতে চাই

আজীবন; তোমার আঙুল

কবিতা রচনা করলে মনে

জমবে না হাপড়; ছন্দোবদ্ধ

দোলায় শিশুরা ঘুমোয় নিশ্চিন্তে।

♥♥♥♥♥♥

কবি পরিচিতি-

রানা জামান ঠিকানা: আনিলা টাওয়ার; বাড়ি#১৮-১৯; সড়ক#৩; ব্লক#আই; বড়বাগ(ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পেছনে) মিরপুর-২; ঢাকা-১২১৬; বাংলাদেশ অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব বয়স: ৬১ বছর; বিবাহিত অভ্যেস: পড়া, সিনেমা দেখা ও লেখালেখি প্রকাশনা: ৮৯

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*