আমরা সেই পৃথিবী চাই

-ওয়াজিউল হক শরীফ

⇔⇔⇔⇔⇔⇔

আমরা সেই পৃথিবী চাই সেটা হবে ভালবাসার পৃথিবী

সেখানে থাকবে না মহামারী হিংসা বিদ্বেষ হানাহানি।

আমরা সেই পৃথিবী চাই যেখানে থাকবে মুক্ত পরিবেশ

সেই পৃথিবীতে থাকবে হাসি আনন্দ ভালবাসার আবেশ।

আমরা সেই পৃথিবী চাই যেখানে থাকবে না কোন বৈষম্য

সেখানে থাকবে অনাবিল সুখ আর ভালবাসার অরণ্য।

আমরা সেই পৃথিবী চাই যেখানে রবে না কোন ধর্মান্ধতা

সেখানে থাকবে না ভৌগোলিক মানচিত্রের সীমাবদ্ধতা।

আমরা সেই পৃথিবী চাই যেখানে থাকবে প্রাণচাঞ্চল্যেতা

সেই পৃথিবীতে থাকবে না কোন দুঃশাসনের ক্ষমতা।

আমরা সেই পৃথিবী চাই যেখানে থাকবে সাম্যের মানবতা

সেখানে থাকবে হাসি আনন্দ দুঃখসুখের ভালবাসা।

আমরা সেই পৃথিবী চাই যেখানে থাকবে না দারিদ্রতা

সেখানে থাকবে না কোন দাম্ভিকতা অহংকার অহমিকা।

আমরাসেই পৃথিবী চাই যেখানে থাকবেনা কোন দুঃশাসন

সেখানে থাকবে ন্যায়বিচার মানবতা আইনের শাসন।

আমরা সেই পৃথিবী চাই যেটি হবে সবার আবাসভূমি

সেই পৃথিবী হোক আগামীর সভ্যতার আপন জন্মভূমি।

আমরা সেই পৃথিবী চাই যেখানে শিশুরা হাসবে খেলবে

আমরা সেই পৃথিবী চাই যেখানে সবাই থাকবো মহাসুখে।

⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি-

ওয়াজিউল হক শরীফ ১৯৬৮ সালের ৬ই জুন বাংলাদেশের ঝিনাইদহ জেলার সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের খুলুল বেড়বাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়।স্নাতকোত্তর শেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাশ করে বর্তমানে আইনজীবী হিসেবে কাজ করেন ।লেখালেখির মধ্যে কবিতা প্রবন্ধ গীতিকার সাংবাদিক হিসেবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রত্রিকায় লেখা হয়।বর্তমান পেশাগত কারণে তিনি ঢাকার নিজ বাসায় বসবাস করেন।জীবনের বিভিন্ন সময় অভাব প্রতিকূলতা পেরিয়ে অদম্য ইচ্ছাশক্তি নিয়ে সততার সাথে জীবন অতিবাহিত করছেন।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*