পাখি

-মালা রানী পাল

⇒⇒⇒⇒⇒⇒

গাঁয়ের একটা মেয়ে

নাম তার পাখি ,

যে দেখে সেই তার

ফেরাতে পারে না আঁখি ।

পাখির জন্মের পর খিচুনিতে

মারা গিয়েছে ওর মা ,

বাবা করেছে আবার বিয়ে 

সেই মা ওকে দেখে না ।

বলে সেই মা জন্মের পর

খেয়ে ফেলেছিস তোর মাকে ,

রাক্ষসী তুই এবার

খাবি তোর বাবাকে ।

বাবাও এখন বিয়ে করে

হয়ে গিয়েছে পর ,

ছোট থেকে বড় হচ্ছে

খেয়ে লাথি ঝাঁটা চর ।

পাখির বয়স এখন

পড়েছে পনেরোতে

এই বয়সে ওকে বসতে

হলো বিয়ের পিড়িতে ।

বিয়ের পর শশুরবাড়িতে

প্রচুর কাজ হয় করতে ,

পায় না আগের মত

পাখির মত উড়তে ।

এই বয়সে পাখি এখন

মা হতে যাচ্ছে ,

অপুষ্টিতে ভোগে সে

অনেক কষ্ট পাচ্ছে ।

প্রসব ব্যথা উঠেছে ওর

নিলো না হাসপাতালে ,

বাড়িতে প্রসব করাতে গিয়ে

মা সন্তান চলে গেলো অকালে। 

পাখি হয়ে সে ডানা মেলে

উড়তে পারলো না আকাশে ,

অল্প বয়সে মা হতে গিয়ে

মিশে গেলো ওর মায়ের সাথে ।

⇒⇒⇒⇒⇒⇒

কবি পরিচিতি ঃ মালা রানী পাল , চাকরি ঃ পরিবার পরিকল্পনা বিভাগ , শেরপুর জেলা, বাংলাদেশ

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*