এই ছেলেটা

-দেবযানী দে

♥♥♥♥♥♥♥

এই ছেলেটা শোন্,

তুই কি আমার হবি?

আমি পালক হবো

তুই আমার মেঘ হবি।

সোহাগ করে আমায়

তুই ভাসিয়ে নিয়ে যাস,

ইচ্ছেতে তোর ভাসবো আমি

তুই যেদিকে চাস।

এই ছেলেটা শোন্,

তুই কি আমার হবি?

আমি হবো চাঁদ

তুই আমার আকাশ হবি।

দিনের বেলায় ইচ্ছে করে

লুকিয়ে আমি যাবো,

সন্ধে হলেই তোর বুকেতেই

আবার ধরা দেবো।

♥♥♥♥♥♥♥

কবি পরিচিতি- আমি দেবযানী দে,কলকাতা নিবাসী।প্রাইভেট কম্পানি তে চাকুরিরতা।আমি বানিজ্য বিভাগে স্নাতক তবে সাহিত্য ভালো লাগে।তবে নিজে লেখালিখি করতে পারি সেই আত্মবিশ্বাস গত লকডাউন এর সময় উপলব্ধি করি।তারপর যখন ‘গল্পকুটীর’ সহ আরও দু’একটি পেজ থেকে আমার লেখা বেরোয়,আত্মবিশ্বাস আরও খানিক বেড়ে যায় আর কি।নিজের মত করে লিখি এবং সব কিছু সামলে লেখা যাতে চালিয়ে যেতে পারি ঈশ্বর যেন আমায় সেই আশীর্বাদই করেন।

1 thought on “এই ছেলেটা -দেবযানী দে

  1. ভালো লাগল বন্ধু। শুভ কামনা জানাই।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*