অচেন ভূবন
লিখেছেন : শামীমা বেগম
♥♥♥♥♥♥♥
আমি এক পরাজিত সৈনিক
হঠাৎ এক ঝড় এসে নিভিয়ে দিলো
আমার সকল আশার জ্বলন্ত প্রদীপ
আমার ভূবনটা যেন হঠাৎই থমকে গেলো ।
কেন যেন আমার ভূবনটা অচেনা লাগছে
কোনো খেই পাচ্ছিনা খোঁজে যেন সব বদলেছে
চারপাশের মানুষগুলোকে কেন জানি অচেনা মনে হচ্ছে ।
সব ভাষা হারিয়ে যাচ্ছে জীবনের রং যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে ।
জীবনের সব হিসেব যেন ভুল কষেছি
সবাইকে করতে গিয়ে আপন যেন নিজেই ফেঁসেছি
সম্পর্ক গুলো কেন এমন বেদনার্ত হয়
চেনা মানুষগুলো কেন যেন অচেনা মনে হয় ।
ভালো থাকায় যদি কারো হয় প্রয়োজন
না হয় থাকনা সে পাশে তার আজীবন।
কেন এমন হয়না কারো ভুবন
কেন কাটার আঘাতে ক্ষত এ জীবন।
নিস্তব্ধতায় ঘেরা জীবন শব্দহীন কান্নার ঢেউ
বালুকাময় মন মরুভূমিতে আঁছড়ে পড়ছে
আশাহীন, বর্ণহীন,গন্ধহীন, স্বাদহীন জীবনে
বেঁচে থাকার ইচ্ছেটাও বুঝি মরে যাচ্ছে ।
মরণ যেন হাতছানি দিয়ে ডাকছে
ঘোরসারওয়ার এসেছে নিয়ে যাবে অচিনপুরে ।
হ্যাঁ যেতে হবে এবার দাও বিদায়
আল্লাহর ডাকে সাড়া যে দিতে হবে ।
♥♥♥♥♥♥♥
কবি পরিচিতিঃ শামীমা বেগম শেরপুর জেলার নকলা থানার চন্দ্রকোণা গ্রামে ০১ নভেম্বর ১৯৭৫ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন । পিতা : আব্দুছ ছামাদ (অবঃ প্রধান শিক্ষক ) মাতা : নূরজাহান বেগম ( অবঃ সহঃ শিক্ষিকা )। বিবাহিত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জননী । তিনি ফেসবুকের মাধ্যমে লেখালেখি শুরু করেন । তারপর তিনি দেশের জনপ্রিয় সংগঠন শতরূপা সাহিত্য পরিষদের সাথে যুক্ত হন। কবি তার লেখালেখিতে জীবন , ধর্ম , প্রেম , বিরহ , বাস্তবতা , সমাজ সংস্কার ও দেশপ্রেম ইত্যাদি নানান বিষয় নিয়ে লেখে যাচ্ছেন । ইতিমধ্যে তিনি বেশ কয়েকটি সাহিত্য সংগঠন থেকে প্রচুর সন্মাননা পেয়েছেন । দীপ্ত বর্ণমালা তাঁর প্রথম যৌথ কাব্যগ্রন্থ । তাঁর দ্বিতীয় যৌথ কাব্যগ্রন্থ হৃদয়ে বঙ্গবন্ধু প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে তিনি একটি স্বর্ণপদক লাভ করেছেন ।