ভালো থেকো
-কামরুন্নাহার বর্ষা
♦♦♦♦♦♦♦
ভালো থেকো জোস্না রাত
ভালো থেকো সবুজের মাঠ
ভালো থেকো।
ভালো থেকো বকুলের ফুল
ভালো থেকো কানের দুল
ভালো থেকো ।
ভালো থেকো অগ্নিকাণ্ড
ভালো থেকো তিক্ত দহন
ভালো থেকো ।
ভালো থেকো চৈত্রের ফুল
ভালো থেকো আমের মুকুল
ভালো থেকো।
ভালো থেকো বসন্তের প্রেম
ভালো থেকো সাগরের ঢেউ
ভালো থেকো।
ভালো থেকো চিত্তের গান
ভালো থেকো নৃত্যের প্রাণ
ভালো থেকো।
ভালো থেকো একমুঠো অপেক্ষা
ভালো থেকো তীর্থ যাত্রা
ভালো থেকো ।
♦♦♦♦♦♦♦
কবি পরিচিতি-
কামরুন্নাহার বর্ষা , গ্রাম হিয়াজোড়া, উপজেলা: নাঙ্গলকোট, জেলা: কুমিল্লা । জন্ম সাল ২৭/১১/১৯৯৮ নানার বাড়িত কাকৌরতলায় ।ছোট বেলা থেকেই লেখা লেখি করি এবং আমার যৌথ কিছু কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে ।আমি ২০১৫ সালে এসএসসি পাস করেছি পতেঙ্গা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। এইচএসসি ২০১৮ সালে ভোলাইন বাজার কলেজ থেকে হিসাবে বিজ্ঞান বিভাগ নিয়ে ।২০১৭সালে (বিজয় বেদনার দিন)নামের কবিতাটি প্রকাশ পায় খুলনা জেলা থেকে সাহিত্য ম্যাগাজিনে। তারপর একে একে যৌথকাব্য _নাগরিক কবিয়াল, রক্তাক্ত ফাগুন,মায়ের ভালোবাসা, স্মৃতিগুলো পিছু ডাকে , ভাঙ্গা তরী , ভালোবাসার নীল রং , সাহিত্য ম্যাগাজিন এবং বেশ কিছু পত্রিকায় প্রকাশিত হয় আমার কবিতা । বর্তমানে আমি বিবিএ অনার্স হিসাব বিজ্ঞান নিয়ে অধ্যয়নরত।