নাটাই ছেঁড়া ঘুড়ি
-গোলাপ মাহমুদ সৌরভ
↵↵↵↵↵↵↵
স্বপ্ন আছে বলে আমি
আজও বেঁচে আছি,
স্বপ্ন বিহীন ভালোবাসা
হয় যে মিছেমিছি।
তোমায় নিয়ে কাব্য বুনি
প্রতি রাতে আমি,
স্বপ্ন নীলের ভালোবাসা
আমায় দিলে তুমি।
মনের আকাশ জুড়ে থাকে
একটি ধ্রুব তাঁরা,
শূন্য মরুভূমির মতো লাগে
শুধু তুমি ছাড়া।
ইচ্ছে করে তোমায় নিয়ে
পাখির মতো উড়ি,
তুমি হবে মুক্ত আকাশ
আমি নাটাই ছেঁড়া ঘুড়ি।
আমি হবো কপালের টিপ
হবো হাতের চুরি,
তোমার অঙ্গে জড়িয়ে রবো
হবো গায়ের শাড়ী।
↵↵↵↵↵↵↵
কবি পরিচিতি-
গোলাপ মাহমুদ সৌরভ।আমি বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানায় অন্তর্গত পাড়া তলী গ্রামে একটি সম্ভান্ত্র মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করি। আমি ছোট বেলা থেকেই গল্প, কবিতা, উপন্যাস লিখতে পছন্দ করি। ২০১২ সালে আমার প্রথম উপন্যাস প্রকাশ “ভালোবাসা মানে চোখের জল”। বর্তমান সৌদি আরব মক্কা নগরীতে থাকি। কাজের ফাকে কখনো রাত জেগে কবিতা লিখি। আপনার সুন্দর আয়োজনে অংশ গ্রহণ করতে পেরে আমি আনন্দিত আপ্লূত ও অনুপ্রাণিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।