বীরাঙ্গনা মায়ের কথা
-বিভীষণ মিত্র
⇒⇒⇒⇒⇒⇒⇒
ডাক নাম ছিল ভুতি
বাবা মায়ের ছিলাম আলোর জ্যোতি।
মুক্তিযুদ্ধের কালে
বয়স ছিল বারো কি চৌদ্দের আড়ালে।
ছিল না জ্ঞান বুদ্ধি হুঁশ
পাকবাহিনীর ডরে হতাম বেহুঁশ।
শত্রুসেনারা এলে
ছুটে যেতাম গভীর বনে।
লুকিয়ে থাকা মুক্তিবাহিনীরে
খবর দিতাম গোপনে।
ভীরু ভীরু মনে
খাবার নিয়ে খাওয়াতাম যতনে।
বুকে জমা স্বপনে
শপথ নিলাম মনে মনে।
মুক্তিবাহিনী থাকলে বেঁচে
একটা দেশ পাবো অবশেষে।
কতো দিন ভাতের পুটলা
কেড়ে ফেলে দিল জলে।
হায়েনার দল লাথি মেরে
মোরেও ফেলে দিল মাটির কোলে।
লুন্ঠন করেছে যারা দেশের মান
নখের আঁচড়ে মেয়ের বুক করেছে খানখান।
আমার অবুঝ শিশুটিকে করেছে যারা গুলি
আমি তোদের দিলাম অভিশাপের বুলি।
স্বাধীনতার পঞ্চাশ বছরে এসে
বাঁচতে চাই বীরের বেশে।
যারা দেশের করবে অসম্মান
আমি তাদের করবো আবারও অবসান।
⇒⇒⇒⇒⇒⇒⇒
কবি পরিচিতি-
নাম-বিভীষণ মিত্র , পিতা-মৃত চিত্ত রঞ্জন মিত্র,মাতা-শ্যামা মিত্র ,গ্রাম-বরইতলী,উপজেলা-চকরিয়া, জেলা-কক্সবাজার