শুভ নববর্ষ

-রূপালী গোস্বামী

⇔⇔⇔⇔⇔

নতুন অতিথি এসেছে দ্বারে,

দুয়ার খুলে দিয়ে

গলা ছেড়ে বাঙালি গুণপনা

দু-চার কলি গাও।

পুরনো বছরকে রেখে মনে দিয়ে চিরবিদায়,

প্রগতির জয়ধ্বজা উড়িয়ে

দুর্ণিবার রথ ছোটাও।

ধুলো ধুসারিত কুলুঙ্গি খুলে

তুলে এনে বিস্মিত পরিচয়।

মুখোশ খুলে, সরিয়ে আড়াল,

আপন পায়ে দাঁড়াও।

সেজে নব সাজে, আড্ডা জমিয়ে

নতুন গুরুর লগনে,

কব্জি ডুবিয়ে বাঙালী ভোজে

রসনার বাসনা জুড়াও।

নবজাগরণর পথিকৃত যারা,

তাদের করে স্মরণ,

করবে বিশ্বজয় প্রত্যয়ী বাঙালি

বারেক কেবল লাগাও।

নববর্ষের প্রাতে শঙ্খ নিনাদ

বাতাসে মিশুক উলুধ্বনি,

পুষ্প বৃষ্টি ধারায় অকৃত্রিম সত্ত্বাকে

বরণ করে নাও।

সংশয় বিভেদ শিকেয় তুলে

হাতে তুলে নিয়ে হাত,

অভাগা আর্ত ত্রাণে সেবার

বলিষ্ঠ দুবাহু বাড়াও;

এক জাতি এক প্রাণ ধ্বনিতে

ত্রিভূবন উঠুক কেঁপে,

আমিত্বকে দিয়ে বিসর্জন,

স্বজাতির নাম ছড়াও।।

⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি-

রূপালী গোস্বামী, বাবার নাম- শ্রী প্রাণ গোপাল গোস্বামী, মাতা – শ্রীমতি রেবা গোস্বামী, Husband- জয়ব্রত ভট্টাচার্য, ঠিকানা- 3, আর.আর.প্লট,আনন্দপুর,কলকাতা-107, শিক্ষাগত যোগ্যতা- বি.এ.,অন্যান্য শিক্ষাগত যোগ্যতা- নজরুল গীতিতে স্বর্ণপদক বিজয়িনী, Drawing Artist (স্বর্ণপদক প্রাপ্ত),নিজস্ব আঁকার স্কুল আছে, সেণ্টার সুপারিটেণ্ডেণ্ট তৈলোক্য সঙ্গীত পরিষদ বোর্ডের, Board Examiner,, দেশ বিদেশের বিভিন্ন মাসিক পত্র পত্রিকা র সঙ্গে কবি হিসাবে যুক্ত। বিশ্ব বঙ্গের অনুমোদিত বিভিন্ন পত্র পত্রিকার সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন সংবর্ধনা ও সম্মান ও উপাধি প্রাপ্ত হয়েছে। যুথিকা সাহিত্য পত্রিকা থেকে সংবর্ধনা ও সম্মান এবং উপাধি প্রাপ্ত হয়েছে বিভিন্ন ভাবে। দেশ-বিদেশে ভারত, বাংলাদেশ এবং আরো বিভিন্ন স্থান থেকে অসংখ্য ছোট বড় পত্র পত্রিকায় ,সঙ্কলনে লিখেছেন এবং লিখে চলেছেন। বিভিন্ন সাহিত্য সংস্থা থেকে বহু শংসাপত্র, মেমেণ্টো, মেডেল, স্বর্ণপদক, রৌপ্যপদক, মানপত্র প্রাপ্তি হয়েছে এবং হয়ে চলেছে। ‘My Stamp’- নামে ডাকটিকিট প্রকাশিত হয়েছে দিল্লি থেকে, যুথিকা সাহিত্য পত্রিকা থেকে ‘কাব্যশ্রী, কাব্যভারতী,হাইকু প্রভাকর ইত্যাদি প্রাপ্ত হয়েছে, এছাড়া অন্যান্য পত্রিকা থেকে কাব্যরত্ন ,কাব্যমঞ্জরী, কাব্যজ্যোতি, সাহিত্যব্রতী,সাহিত্যকৃতি, সাহিত্যভূষণ, ইত্যাদি আরো অনেক অনেক উপাধি প্রাপ্ত হয়েছে। “কাব্য মঞ্জরী, এবং ” আকাশ কুসুম ” নামে নিজস্ব কবিতার বই প্রকাশিত হয়েছে যুথিকা সাহিত্য পত্রিকা থেকে। বিভিন্ন T.V. Channel যেমন 24hrs a2 বার, CTN a, BOOMI T.V . তে অংশগ্রহণ সাহিত্য চর্চা নিয়ে। দেশ বিদেশের Facebook Online group এর বিভিন্ন পত্র পত্রিকা থেকে প্রায় প্রতিদিন ই কবি ,লেখিকা হিসেবে সম্মান, মানপত্র প্রাপ্ত হয়ে চলেছে। ” রিয়া ইণ্ডিয়া থেকে- ” কিছু স্মৃতি কিছু কথা ” নামে Documentary প্রকাশিত হয়েছে। নিজস্ব লেখা গোয়েন্দা গল্প ” ব্ল্যাকমেল ” নামে Tele Flim রিলিজ হয়েছে। যার কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ এবং voice রূপালী গোস্বামী র অর্থাৎ আমার লেখা এবং তৈরি। এই গল্পের মুখ্য উপদেষ্টা- শ্রী জয়ব্রত ভট্টাচার্যের। আমার নতুন পরমাণু ‘কবিতার বই – এর নাম ‘ – ” অনুভব ” প্রকাশিত হয়েছে। কিছুদিনআগে আন্তর্জাতিক পরমাণু কবিতা উৎসব যুথিকা সাহিত্য পত্রিকা থেকে “পরমাণু কাব্য সারথী উপাধি সম্মাননা ও সম্মান প্রদান করা হয়েছে আমাকে।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*